রাজ্যবর্ধন সিং রাঠোরের জয়ের পথে বাধা সোনার মেয়ে কৃষ্ণার

জয়পুর: রাজস্থানের জয়পুর গ্রামীণ কেন্দ্রে এবার দুই অলিম্পিয়ানের লড়াই। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে ভারতের প্রথম রুপো জয়ী রাজ্যবর্ধন সিং রাঠোরের বিরুদ্ধে এবারের কংগ্রেসের মহিলা প্রার্থী ২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমসে দৌড়ে সোনা জয়ী কৃষ্ণা পুনিয়া। রাজনীতির ময়দানে দু’জনেই বেশ কয়েক বছর ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছেন। ২০১৪ সালে কংগ্রেসের সি পি যোশিকে পরাজিত করে মোদির মন্ত্রিসভার অন্যতম

রাজ্যবর্ধন সিং রাঠোরের জয়ের পথে বাধা সোনার মেয়ে কৃষ্ণার

জয়পুর: রাজস্থানের জয়পুর গ্রামীণ কেন্দ্রে এবার দুই অলিম্পিয়ানের লড়াই। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে ভারতের প্রথম রুপো জয়ী রাজ্যবর্ধন সিং রাঠোরের বিরুদ্ধে এবারের কংগ্রেসের মহিলা প্রার্থী ২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমসে দৌড়ে সোনা জয়ী কৃষ্ণা পুনিয়া। রাজনীতির ময়দানে দু’জনেই বেশ কয়েক বছর ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছেন।

২০১৪ সালে কংগ্রেসের সি পি যোশিকে পরাজিত করে মোদির মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়েছেন রাজ্যবর্ধন সিং। অন্যদিকে, কৃষ্ণা পুনিয়াও পরপর দু’টি নির্বাচনে লড়াই করে রীতিমতো পোড় খাওয়া নেত্রী হয়ে উঠেছেন। ২০১৪ সালে তিনি জেতেননি। কিন্তু গত বছর রাজস্থানের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জেতেন মূলত হরিয়ানার বাসিন্দা কৃষ্ণা পুনিয়া।

২০১৩ সালে দুই তারকা ক্রীড়াবিদ প্রায় একইসঙ্গে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। রাজ্যবর্ধন সিং রাঠোরের রাজনৈতিক প্রোফাইল কিছুটা এগিয়ে থাকলেও এবারের জয় নিয়ে আত্মবিশ্বাসী ৩৬ বছরের পুনিয়া। প্রতিটি জনসভায় মোদি সরকারের বিরুদ্ধে তাঁর জোরদার ভাষণ হাততালির ঝড় তুলছে। তিনটি ওলিম্পিকসে যোগদানের অভিজ্ঞতা তাঁর ঝুলিতে। ২০১১ সালে পদ্মশ্রী পুরস্কার পান। এখন ভোটের ময়দানে নিজেকে লম্বা দৌড়ের ঘোড়া প্রমাণিত করতে চান কৃষ্ণা পুনিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *