‘আল্লাহ তুমি ওদের ক্ষমা কর না’, স্তব্ধ রাজ্যপাল-মুখ্যমন্ত্রী! পাশে দাঁড়ালেন অধীর

বহরমপুর: ওঁরা গিয়েছিলেন পেটের দায়ে৷ দিনরাত পরিশ্রম করে ঠিকাদারের হয়ে করতেন কাজ৷ দিনের শেষে মেরেকেটে শ’তিনেক টাকা রোজগার করতেন তাঁরা৷ বুধবার সারাদিন পরিশ্রমের পর ফিরেছিলেন নিজের মাথা গোঁজার ঠিকানায়৷ বিশ্রাম নিতে গিয়ে পাক জঙ্গিদের হাতে গণহত্যার বলি হতে হল বাংলার ৫ শ্রমিকের৷ লাইন দিয়ে দাঁড় করিয়ে জঙ্গিদের ছোড়া বুলেটে ঝাঁঝরা মুর্শিদাবাদের ৫ শ্রমিকের দেহ৷ মৃত্যুর

‘আল্লাহ তুমি ওদের ক্ষমা কর না’, স্তব্ধ রাজ্যপাল-মুখ্যমন্ত্রী! পাশে দাঁড়ালেন অধীর

বহরমপুর: ওঁরা গিয়েছিলেন পেটের দায়ে৷ দিনরাত পরিশ্রম করে ঠিকাদারের হয়ে করতেন কাজ৷ দিনের শেষে মেরেকেটে শ’তিনেক টাকা রোজগার করতেন তাঁরা৷ বুধবার সারাদিন পরিশ্রমের পর ফিরেছিলেন নিজের মাথা গোঁজার ঠিকানায়৷ বিশ্রাম নিতে গিয়ে পাক জঙ্গিদের হাতে গণহত্যার বলি হতে হল বাংলার ৫ শ্রমিকের৷ লাইন দিয়ে দাঁড় করিয়ে জঙ্গিদের ছোড়া বুলেটে ঝাঁঝরা মুর্শিদাবাদের ৫ শ্রমিকের দেহ৷ মৃত্যুর খবর কাশ্মীর থেকে মুর্শিদাবাদে আসতে খুব বেশি দেরি করেনি৷ মৃত্যুর খবর পৌঁছে যেতেই মুর্শিদাবাদের সাগরদিঘী থানার বাহালনগর গ্রামের বাসিন্দা গ্রামে ছড়িয়েছে শোক৷ আজ কার্যত অরন্ধন গ্রামে৷ অপেক্ষা প্রিয় মানুষটির দেহ একবার শেষ দেখে নিতে৷

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আজ সকাল থেকে শোকে মুহ্যমান গোটা গ্রাম৷ দুর্ঘটনার খবর পেয়ে শুরু হয়েছে স্বজনহারানো কান্না৷ গোটা গ্রামে আজ এক হয়ে মৃত শ্রমিকদের দেহ ফিরে পেতে শুরু হয়েছে অপেক্ষা৷ প্রিয়জনের হারানোর খবর পেয়ে সেই বুধবার সন্ধ্যা থেকেই কেঁদে চলেছে মৃতের পরিবার৷ কাঁদতে কাঁদতে মৃতের পরিবারের এক সদস্য জানিয়েছেন, ‘‘আল্লাহ তুমি ওদের ক্ষমা কর না৷ ওরা জঙ্গি? কেন এমন ঘটনা ঘটল? কী চাইছে ওরা?’’

শ্রমিক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ ‘‘আমি বাকরুদ্ধ৷ মুর্শিদাবাদের পাঁচ শ্রমিককে হারালাম৷ কোন মন্তব্যই সান্ত্বনা দেওয়ার জন্য যথেষ্ট নয়৷ নিহত পরিবারকে সবরকম সাহায্য দেওয়া হবে৷ এই পরিস্থিতিতে সব সাহায্যের জন্য প্রস্তুত আমরা৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *