লক্ষ্য ২০২১: দলের অন্দরে বড়সড় পরিবর্তন আনছে বঙ্গ বিজেপি

কলকাতা: বাংলা দখলের লক্ষ্যে এবার নতুন সাজে নামছে বঙ্গ বিজেপি৷ বিধানসভা ভোটকে পাখির চোখ করতে বেশ কিছু সাংগঠনিক রদবদল প্রক্রিয়া শুরু রাজ্য বিজেপি শিবিরে৷ দলের তরফে প্রেস বিবৃতি জারি করে ইতিমধ্যেই ৪ জন সাংগঠনিক জেলা সভাপতিকে বদল করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া নেতৃত্ব৷ সূত্রের দাবি, আগামী দিনে আরও একাধিক জেলা সভাপতিকে সরিয়ে ওই জায়গায় নতুন মুখ

লক্ষ্য ২০২১: দলের অন্দরে বড়সড় পরিবর্তন আনছে বঙ্গ বিজেপি

কলকাতা: বাংলা দখলের লক্ষ্যে এবার নতুন সাজে নামছে বঙ্গ বিজেপি৷ বিধানসভা ভোটকে পাখির চোখ করতে বেশ কিছু সাংগঠনিক রদবদল প্রক্রিয়া শুরু রাজ্য বিজেপি শিবিরে৷ দলের তরফে প্রেস বিবৃতি জারি করে ইতিমধ্যেই  ৪ জন সাংগঠনিক জেলা সভাপতিকে বদল করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া নেতৃত্ব৷

সূত্রের দাবি, আগামী দিনে আরও একাধিক জেলা সভাপতিকে সরিয়ে ওই জায়গায় নতুন মুখ আনা হতে পারে৷ জানা গিয়েছে, পঞ্চায়েত ও লোকসভা ভোট পর্বে বিজেপির একাধিক জেলা সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে৷ তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা থেকে অন্তর্ঘাত সহ নানা নালিশ জমা পড়ছিল রাজ্য নেতৃত্বের কাছে৷ ৩৯টি সাংগঠনিক জেলায় দিলীপ ঘোষের নিজস্ব টিম তৈরির বিষয়টিও এই বদল প্রক্রিয়ায় বাড়তি গুরুত্ব পেয়েছে৷  একইসঙ্গে থাকছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পরোক্ষ প্রভাব বাড়ানোর চেষ্টা চলছে বলেও বিজেপি সূত্রে খবর৷ জেলার নিয়ন্ত্রণ আরএসএস ঘনিষ্ঠদের হাতে রাখা সুনিশ্চিত করার বিষয়টি এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − five =