লক্ষ্য ২০২১! থামছে মোদি-মমতা দ্বৈরথ! কোন পথে বঙ্গ রাজনীতি?

কলকাতা: দু’জনের সম্পর্ক আর আগের জাযগায় নেই৷ মোদির জন্য দিদির সেই তিক্তবচন তেমন আজ আর শোনা যায না৷ মোদিও আর কথায় কথায় স্পিডব্রেকার দিদি বলে ক্ষেপিয়ে তোলেন না৷ নভেম্বরের শুরুতেই দু’জনের দেখা হওয়ার কথা৷ ইডেন গার্ডেন্সে সেদিন উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও৷ কযেকদিন পরেই আবার কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে নরেন্দ্র মোদির৷ কলকাতা বন্দরের সেই

লক্ষ্য ২০২১! থামছে মোদি-মমতা দ্বৈরথ! কোন পথে বঙ্গ রাজনীতি?

কলকাতা: দু’জনের সম্পর্ক আর আগের জাযগায় নেই৷ মোদির জন্য দিদির সেই তিক্তবচন তেমন আজ আর শোনা যায না৷ মোদিও আর কথায় কথায় স্পিডব্রেকার দিদি বলে ক্ষেপিয়ে তোলেন না৷ নভেম্বরের শুরুতেই দু’জনের দেখা হওয়ার কথা৷ ইডেন গার্ডেন্সে সেদিন উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও৷ কযেকদিন পরেই আবার কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে নরেন্দ্র মোদির৷ কলকাতা বন্দরের সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মমতাও৷ অনেকেই প্রশ্ন করেছেন, দু’নেতার স্বভাবসিদ্ধ আক্রমণত্বক ভঙ্গিমা কোথায় উধাও হয়ে গেল৷ উত্তর নির্বাচন শেষ৷ আপাতত, মোদি-মমতার তিক্ততা শেষ৷

কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে দেওচা-পাচমি কয়লাখনি উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছেন৷ ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রচারপর্বে যে ভয়ানক তিক্ততার সূচনা হয়েছিল, ২০১৯ লোকসভা নির্বাচনে তা তুঙ্গে উঠেছিল৷ ফনি ঘূর্ণীঝড়ের সময় ক্ষতিগ্রস্তদের খবর নিতে মোদি ফোন করলেও মমতা তাঁর ফোন ধরেননি৷ ভোট বড় বালাই! পরে সেই ঘটনাটি নিজের জনসভায় বলে মমতার বিরুদ্ধে জনমত গঠনে লেগে পড়েছিলেন মোদি৷ সুযোগ ছাড়েননি মমতাও৷ গুজরাট দাঙ্গার প্রসঙ্গ তুলে মোদিকে কাঠগড়ায় দাঁড় করাতে চেয়েছিলেন তিনি৷

সেই সময়টা চলে গিয়েছে৷ সংসদীয় গণতন্ত্রে কেন্দ্র-রাজ্য সংঘাতের ফলে জনতাই ক্ষতিগ্রস্ত হয় তা বোঝেন এই দুই নেতাই৷ সেক্ষেত্রে, রাজ্যের মানুষ কেন আয়ূষমান ভারত প্রকল্পের সুযোগ পাননা, তা নিযে মোদিকে আর প্রশ্ন তোলার সুযোগ দিতে চাননা মমতা৷ অন্যদিকে রাজ্যের বিপুল আর্থিক দাবিগুলি কেন্দ্রের কাছে চাইতে মমতা যাবেন, তাই প্রাসঙ্গিক৷ অনেকেই দাবি করেছেন, মোদি-মমতার এই যুদ্ধবিরতি শুধুমাত্র প্রশাসনিক কারণে নয়৷ এক প্রধানমন্ত্রীর কাছে শুধু আর্থিক দাবি নিয়েই ছুটে যাননি এক মুখ্যমন্ত্রী৷ রয়েছে রাজনীতি৷ নারদা-সারদা ইত্যাদি কেলেঙ্কারীতে তৃণমূল কংগ্রেসের নেতাদের সিবিআই জেরবার করেছে৷ মমতা নাকি তাঁরই সমাধান খুঁজতে গিয়েছেন মোদির কাছে অভিযোগ করেছিলেন বিজেপি ও সিপিএম নেতারা৷ অনেকে আবার বলেছিলেন, বাংলায় এনআরসি আটকাতেই দিদি গিযেছেন মোদির কাছে৷

তবে কথা বলাই যায়, মোদি-দিদি দ্বৈরথ আবার ২০২১ বিধানসভা নির্বাচনের আগে দেখা যাওযার সম্ভাবনা নেই বললেন চলে৷ ২০১৪ সালের সেই দিনটার কথা মনে পড়ছে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফর করছেন৷ রাজধানীতেই হাসিনার উপস্থিতিতে মমতার সঙ্গে দেখা হয়েছিল মোদির৷ ছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ ২০১৯ সালের নভেম্বরের ২ তারিখ কলকাতার ইডেন গার্ডেন্সে হাসিনা থাকছেন৷ মমতা থাকছেন৷ মোদিও নিশ্চয়ই থাকবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 14 =