‘গো ব্যাক’ দিলীপ, পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগানে তপ্ত মেদিনী

মেদিনীপুর: ফের তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ আজ বিকালে পশ্চিম মেদিনীপুরের ধর্মায় শ্রী নারায়ণ বিদ্যা ভবনের বুথ জ্যামের খবর পেয়ে ঘটনাস্থলে যান দিলীপ ঘোষ৷ এলাকায় দিলীপের গাড়ি দেখে মারমুখী হয়ে ওঠেন তৃণমূল-কর্মীসমর্থকরা৷ দিলীপকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান উঠতে থাকে৷ পাল্টা মাঠে নামেন বিজেপি কর্মীরা৷ বিজেপি কর্মীদের ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া

f71165844065253589bf9da48b8782ca

‘গো ব্যাক’ দিলীপ, পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগানে তপ্ত মেদিনী

মেদিনীপুর: ফের তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ আজ বিকালে পশ্চিম মেদিনীপুরের ধর্মায় শ্রী নারায়ণ বিদ্যা ভবনের বুথ জ্যামের খবর পেয়ে ঘটনাস্থলে যান দিলীপ ঘোষ৷ এলাকায় দিলীপের গাড়ি দেখে মারমুখী হয়ে ওঠেন তৃণমূল-কর্মীসমর্থকরা৷ দিলীপকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান উঠতে থাকে৷ পাল্টা মাঠে নামেন বিজেপি কর্মীরা৷ বিজেপি কর্মীদের ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয়৷ তৃণমূল-বিজেপির স্লোগানে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়৷ পরিস্থিতি বেগতিক দিলীপকে ঘোষকে আগলে নিরাপত্তারক্ষীরা এলাকা ছাড়েন৷

‘গো ব্যাক’ দিলীপ, পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগানে তপ্ত মেদিনীঅন্যদিকে, ছাপ্পা ভোট রুখতে গিয়ে আজ সকালে তৃণমূল নেতা-কর্মীদের হাতে আক্রান্ত হন রাজ্য বিজেপির সম্পাদক দিলীপ ঘোষ৷ মেদিনীপুরের রামপুরায় আক্রান্ত দিলীপ৷ গাড়ি আটকে বিক্ষোভ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ দিলীপের দেহরক্ষীদের৷ পরিস্থিতি বেগতিক দেখে হুটার বাজিয়ে এলাকা ছাড়ে দিলীপের গাড়ি৷

বিজেপির অভিযোগ, এদিন সকাল ১১টা নাগাদ মেদিনীপুরের রামপুরায় যান দিলীপ ঘোষ৷ বুথ দখল ও ছাপ্পা ভোটের খবর পেয়ে এলাকায় পৌঁছতেই তেড়ে আসেন তৃণমূল কর্মীরা৷ গাড়ি ঘিরে চলে বিক্ষোভ৷ বিক্ষোভ দেখে গাড়ি থেকে নেমে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দিলীপ৷ পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় নিরাপত্তারক্ষীরা৷ পরে, তড়িঘড়ি দিলীপকে নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন নিরাপত্তা কর্মীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *