নয়াদিল্লি: লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার ১১ দিন পর প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি৷ ১৮২ আসনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে৷ বাকি আসনগুলির জন্য তালিকা তৈরির কাজও শুরু হয়েছে৷ ফলে, হাতে সময় কম৷ এই পরিস্থিতি দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে টিকিট নিশ্চিত করতে আজ বিজেপিতে যোগ দিলেন গৌতম গম্ভীর৷ আজ অরুণ জেটলি ও রবিশঙ্কর প্রসাদের হাত থেকে তিনি বিজেপির পতাকা তুলে নেন৷ বিজেপিতে যোগ দিয়ে গম্ভীর জানান, তিনি দেশের জন্য কিছু করতে চান৷ তাই আজ বিজেপিতে নাম লিখিয়েছেন৷ শোনা যাচ্ছে, নয়াদিল্লি লোকসভা কেন্দ্রে বিজেপি সম্ভাব্য প্রার্থী প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। সূত্রের দাবি, অমিত শাহের নেতৃত্বে দলের বৈঠকে গৌতম গম্ভীরের নাম একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে।
Delhi: Former Cricketer Gautam Gambhir joins Bharatiya Janata Party(BJP) in the presence of Union Ministers Arun Jaitley and Ravi Shankar Prasad pic.twitter.com/EYmhfSSMy7
— ANI (@ANI) March 22, 2019
নয়াদিল্লি কেন্দ্রের বর্তমান সাংসদ মীনাক্ষী লেখির স্থানে গম্ভীরের মতো তারকা ক্রিকেটারকে প্রার্থী করে বাজিমাতের চেষ্টা করছেন বিজেপি সভাপতি অমিত শাহ। মীনাক্ষী লেখিকে দিল্লির অন্য কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে বলে খবর। বিজেপির সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা থাকলেও রাজনীতিতে সরাসরি যোগদানের ব্যাপারে গৌতম গম্ভীরকে কোনওদিনই আগ্রহ প্রকাশ করতে দেখা যায়নি।
২০১৪ সালের লোকসভা ভোটে অমৃতসরে অরুণ জেটলির হয়ে জোরদার প্রচার করেন। যদিও অরুণ জেটলি জয়ী হতে পারেননি। গত বছর ডিসেম্বরে ক্রিকেট থেকে সন্ন্যাস নিলেও কমিউনিটি কিচেন এবং ক্রিকেটের ধারাভাষ্য নিয়ে প্রচণ্ড ব্যস্ত গৌতম গম্ভীর। পাশাপাশি, ট্যুইটারে দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাঁকে। তবে, পুলওয়ামায় জঙ্গি হামলার পর সোশ্যাল মিডিয়ায় তাঁর কড়া প্রতিক্রিয়া ‘নতুন ইনিংস’ শুরুর ইঙ্গিত দিয়েছিল। পুলওয়ামায় শহিদ পরিবারের সন্তানদের শিক্ষার দায়িত্ব নিয়েছেন গৌতম। সম্প্রতি পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন।