শুধু দুর্গাপুজো কেন, সিপিএমের মুখপত্রে মোদীর ছবি-সহ রেলের বিজ্ঞাপনও ! বাস্তবটা বুঝছে আলিমুদ্দিন | Ganashakti

Ganashakti advertisement controversy কিছুদিন আগে সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’ পত্রিকায় দুর্গাপুজোর বিজ্ঞাপন বেরিয়েছে।। যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সিপিএমকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ‘গণশক্তি’…

Ganashakti advertisement controversy

Ganashakti advertisement controversy

কিছুদিন আগে সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’ পত্রিকায় দুর্গাপুজোর বিজ্ঞাপন বেরিয়েছে।। যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সিপিএমকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ‘গণশক্তি’ সংবাদপত্রের প্রথম পাতার ছবি পোস্ট করে কুণাল লেখেন,”এটা দ্বিচারিতা। আত্মাকে বিক্রি করা যায় না টাকার জন্য।” যদিও আলিমুদ্দিনের প্রশ্ন, সংবাদপত্রে কোনও বিজ্ঞাপন ছাপা হলে তাতে অসুবিধার কী আছে? তবে এই প্রথম নয়।

Ganashakti: Durga Puja

‌সিপিএমের বিরুদ্ধে যে তথাকথিত ‘দ্বিচারিতা’র কথা বলা হচ্ছে সেটা অতীতেও দেখা গিয়েছে। যদিও তাতে কারও আপত্তি করার আদৌ কোনও কারণ আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। কারণ বিজ্ঞাপন ছাড়া সংবাদপত্র চলতে পারে না। আসলে সিপিএম তথা বমেরা ঈশ্বরে বিশ্বাসী নন। তাই দুর্গাপুজোর বিজ্ঞাপন ‘গণশক্তি’ পত্রিকায় ছাপা হয়েছে বলে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল‌। কিন্তু বর্তমান যুগে বিষয়টিকে অন্য ভাবেই দেখা উচিত বলে ওয়াকিবহাল মহল মনে করে।

Ganashakti and Politics

গত বছর পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’ পত্রিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি-সহ ভারতীয় রেলের বিজ্ঞাপন ছাপা হয়েছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, যে গেরুয়া শিবিরকে বামেরা অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মানে, তাদের মুখপত্রে কেন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় রেল মন্ত্রকের বিজ্ঞাপন ছাপা হয়েছে? উল্লেখ্য ওই বিজ্ঞাপনে বলা হয়েছিল ভারত কীভাবে বদলে যাচ্ছে, কীভাবে দেশের স্বপ্ন সফল হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ভারতীয় রেল।

Ganashakti  published Durga Puja advt

সেই বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের নাম ছিল। রানাঘাট-বনগাঁ নতুন ইএমইউ ট্রেনের যাত্রার সূচনার কথা সেই বিজ্ঞাপনে বলা হয়েছিল। যদিও সিপিএম সেই সময় এমন ব্যাখ্যাই দিয়েছিল যে, ‘গণশক্তি’ তাদের মুখপত্রের পাশাপাশি পুরোদস্তুর একটি দৈনিক সংবাদপত্র। তাই সংবাদপত্র আয় বাড়াতে বিজ্ঞাপন ছাপবে, এটাই তো স্বাভাবিক। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপন ‘গণশক্তি’ ছাপবে না এমন নীতি কোনও দিন গ্রহণ করা হয়নি। কারণ এই বিজ্ঞাপনটি বিজেপির নয়, এটি ভারত সরকারের বিজ্ঞাপন। বিজ্ঞাপন ছাপা হওয়ার পর এমন যুক্তি তুলে ধরছিলেন আলিমুদ্দিনের নেতারা।

Ganashakti: Political advertisement ethics

কিন্তু ঘটনা হল একটা সময় সিপিএমের মুখপত্রে নরম পানীয় ‘কোক’ সংস্থার বিজ্ঞাপন প্রকাশিত হওয়ায় তীব্র বিতর্ক দেখা দেয় দলের অন্দরে। কেন পুঁজিবাদী মার্কিন সংস্থার বিজ্ঞাপন সেই সময় সিপিএমের মুখপত্রে ছাপা হয়েছিল তা নিয়ে বিরোধ দেখা দেয় দলের অন্দরে। তাই ভারতীয় রেলের বিজ্ঞাপন যেভাবে ‘গণশক্তি’ পত্রিকায় ছাপা হয়েছিল তা নিয়ে যথেষ্ট বিতর্ক দেখা দেয়। আর এবার বিতর্ক হল ‘গণশক্তি’ পত্রিকায় দুর্গাপুজোর বিজ্ঞাপন দেখে। যেখানে প্রোডাক্টের সঙ্গে লেখা রয়েছে “দূর্গাপুজো উদযাপন করুন গৌরবের সাথে”। যথারীতি এবারেও আলিমুদ্দিন বিষয়টিকে নিছক বিজ্ঞাপন কেন্দ্রিক ব্যাপার বলে তৃণমূলের কটাক্ষ নিয়ে সেভাবে মুখ খুলতে চায়নি।

আরও পড়ুন-

পরবর্তী টার্গেটে কে? স্পষ্ট জানাল ইজরায়েল! শোরগোল আন্তর্জাতিক মহলে.

ঢাকার এতো এতো সাংবাদিক খুনী? “নতুন বাংলাদেশ” এর মহিমা দেখুন

ইজরায়েলের উপর ক্ষেপনাস্ত্র হামলা ইরানের, ‘মূল্য চোকাতে হবে’, হুঙ্কার নেতানিয়াহুর

নাসারাল্লাহকে যেভাবে খতম করল ইসরাইল! একদম লাস্ট কয়েক মিনিট কেমন ছিল?

বাংলাদেশ থেকে উঠে গেল দুর্গাপূজো? ‘টিট ফর ট্যাট নীতি’ মোদী সরকারের