২১-এর প্রস্তুতি মঞ্চ থেকে বিজেপিকে নিশানা মমতার

কলকাতা: ২১ জুলাইয়ের সভার প্রস্তুুতি ক্ষতিয়ে দেখতে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবার তিনি বিকেল নাগাদ ধর্মতলায় যান তিনি৷ তারপর নিজে সভারস্থল পরিদর্শন করেন৷ সভার স্থলে সুব্রব বক্সি, তাপস রায়, মালা রায়দের থেকে ২১ জুলাইয়ের প্রস্তুুতি নিয়ে কথা বলেন মমতা৷ সভাস্থল পরিদর্শন করে বিজেপিকে আক্রমণ করেন তিনি৷ রবিবার সকাল ১১ টায় এবারের শহিদ সমাবেশ হবে৷ দলের সহীদ

২১-এর প্রস্তুতি মঞ্চ থেকে বিজেপিকে নিশানা মমতার

কলকাতা: ২১ জুলাইয়ের সভার প্রস্তুুতি ক্ষতিয়ে দেখতে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবার তিনি বিকেল নাগাদ ধর্মতলায় যান তিনি৷ তারপর নিজে সভারস্থল পরিদর্শন করেন৷ সভার স্থলে সুব্রব বক্সি, তাপস রায়, মালা রায়দের থেকে ২১ জুলাইয়ের প্রস্তুুতি নিয়ে কথা বলেন মমতা৷ সভাস্থল পরিদর্শন করে বিজেপিকে আক্রমণ করেন তিনি৷

রবিবার সকাল ১১ টায় এবারের শহিদ সমাবেশ হবে৷ দলের সহীদ সভায় যোগদিতে শনিবার থেকেই শহরে জমায়েত হচ্ছেন তৃণমূল কর্মীরা৷ সল্টলেক, ক্ষুদিরাম অনুশিলন মঞ্চ, গীতাঞ্জলি স্টেডিয়ামে ভিড় বাড়াচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা৷ ২১ জুলাইয়ের সভার জন্য ধর্মতলা চত্বরে কঠোড় নিরাপত্তা জাড়ি হয়েছে৷ দুপুরে সভার স্থল পরিদর্শন করেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার অনুজ শর্মা৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য সভার স্থল পুরোপুরি পরিদর্শন করেন অনুজ শর্মা৷

এদিন সভাস্থল পরিদর্শনে গিয়ে উত্তরপ্রদেশের সোনভদ্রের প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করেন মমতা৷ একই সঙ্গে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের প্রয়ানে দুঃখ প্রকাশ করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 19 =