কলকাতা: বর্ষীয়ান সাংবাদিক তথা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়ের উপর পুলিশি নির্যাতন ও জিয়াগঞ্জে শিক্ষক হত্যাকাণ্ডের বিচার চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হল বিজেপিপন্থী বুদ্ধিজীবী মহল৷ আজ সোমবার রাজভবনে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন তাঁরা৷ সেখানে সন্ময় বন্দ্যোপাধ্যায়কে পুলিশের নির্যাতনসহ শিক্ষক হত্যাকাণ্ডের বিচার চেয়ে রাজ্যপালের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল সহ বেঙ্গল ইন্টার একচুয়াল সোসাইটি৷
জিয়াগঞ্জ শিক্ষক হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের দাবি নিয়ে রাজ্যে পালের কাছে দারস্থ হন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল-সহ বেশ কয়েকজন৷ ছিলেন আইনজীবীদের একাংশ৷ ‘‘অবিলম্বে মূল দোষীকে গ্রেপ্তার করতে করতে হবে৷ পাশাপাশি রাজ্যে সরকার সঠিক তদন্ত না করে ধাপা চাপার দেবার চেষ্টা করছে৷ রাজ্যে সরকার আসল দোষীকে না ধরে কী প্রমাণ করতে চাইছে? অবিলম্বে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে৷ সঠিক তদন্ত আমরা চাইছি৷’’ মন্তব্য করেন অগ্নিমিত্রা পল৷
সম্প্রতি, রাজ্যে রাজনৈতিক শিরোনামে উঠে এসেছেন কংগ্রেস নেতা সন্ময় বন্দোপাধ্যায়৷ এই নিয়ে অগ্নিমিত্রা পল বলেন, ‘‘পুলিশ যে ভাবে অত্যচার করেছে তা তীব্র নিন্দা জানাই৷ বিনা কারণে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পুলিশ৷ তাহলে বাড়ি থেকে যে কাউকে ডেকে নিয়ে গিয়ে অত্যচার করতে পারে পুলিশ৷ বাংলার মানুষের নিরাপত্তা কোথায়? স্বাধীনতা রোধ করছে সরকার৷ রাজ্যেপালকে জানিয়েছি, তিনি আশ্বাস দিয়েছিন পুরো বিষয়টি দেখবেন৷’’