পাকিস্তান থেকে যাদবপুর, ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে: দিলীপ

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্থা ও রাজ্যপালের উদ্ধারের প্রসঙ্গ তুলে ফের পাকিস্তানের সঙ্গে তুলনা টানলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ এর আগেও দিলীপ ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন৷ জানিয়েছিলেন, যাদবপুরে বামপন্থীদের ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক করে গুঁড়িয়ে দেওয়া হবে৷ এবার আরও একধাপ এগিয়ে দিলীপ ঘোষের নয়া মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক৷ ঝাড়গ্রামে দ্বিতীয় দিনের

পাকিস্তান থেকে যাদবপুর, ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে: দিলীপ

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্থা ও রাজ্যপালের উদ্ধারের প্রসঙ্গ তুলে ফের পাকিস্তানের সঙ্গে তুলনা টানলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ এর আগেও দিলীপ ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন৷ জানিয়েছিলেন, যাদবপুরে বামপন্থীদের ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক করে গুঁড়িয়ে দেওয়া হবে৷ এবার আরও একধাপ এগিয়ে দিলীপ ঘোষের নয়া মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক৷

ঝাড়গ্রামে দ্বিতীয় দিনের সংকল্প যাত্রায় যোগ দিয়ে চাঁচাছোলা ভাষায় দিলীপ ঘোষ বলেন, ‘‘পাকিস্তান থেকে যাদবপুর, সার্জিক্যাল স্ট্রাইক করেছি৷ যাঁদের হিম্মত আছে তাঁরাই সার্জিক্যাল স্ট্রাইক করে৷ প্রয়োজনে আবার করব সার্জিক্যাল স্ট্রাইক৷’’ পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনা গোলাবর্ষণের পরিপ্রেক্ষিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তোলেন এমনই মন্তব্য করেন তিনি৷

সভা থেকে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের ঘোষণা, ‘‘তৃণমূল পার্টি একটি খুনিদের দল৷ যত সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী সব তৃণমূলের মধ্যেই রয়েছে৷ ঘাসফুল হাতে নাও, আর যত পারো লুটে খাও৷ পুলিশের কোনও ক্ষমতা নেই৷ ওঁরা শুধু তৃণমূল নেতা আর তাঁদের বাড়ি পাহারা দেয়৷

সোমবার ঝাড়গ্রামে দ্বিতীয় দিনের সংকল্প যাত্রায় যোগ দিয়ে রাজ্য বিজেপি সভাপতি আরও মন্তব্য, ‘‘জঙ্গলমহল থেকে যাতে একজন বিধায়ক কলকাতায় যেতে না পারেন তার জন্য এখন থেকে শপথ নিন৷ যে চোখ দেখাবে, ভয় দেখাবে, তাঁর নাম লিখে রাখবেন৷ সে সরকারি পুলিশ অফিসার হোক, আর তৃণমূলের ছোট-বড় নেতা হোক৷ সব হিসাব আমরা করে দেব৷ দিলীপ ঘোষ নিজেই করবে৷’’ তৃণমূলকে আক্রমণের পাশাপাশি পাকিস্তানের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালেয়র প্রসঙ্গে টেনে ধরে ফের বিতর্কে জড়ালেন বিজেপি এই নেতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =