নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে আরও একবার ব্লগ লিখে কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিজের ব্লগে মোদি লিখেন, ২০১৪ সালে দেশের মানুষ পরিবারতন্ত্রকে পরাজিত করে সততার পক্ষে রায় দিয়েছিল। কংগ্রেসে অভ্যন্তরীণ গণতন্ত্র বলে কিছু নেই। কোনও নেতা যদি কংগ্রেসকে নেতৃত্ব দিতে চান, তাহলে তাঁকে দল ছেড়ে দিতে বাধ্য করা হয়।
শুধু তাই নয় প্রধানমন্ত্রীর আরও অভিযোগ, কংগ্রেস নেতারা আইনের পরোয়া করেন না। কোনও একটি ব্যাপারে তাদেরকে তদন্ত সংস্থা প্রশ্ন করলে কংগ্রেস সেগুলোর জবাব দেওয়ারও প্রয়োজন মনে করেন না। কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে আনেন মোদি।
তিনি বলেন, ইন্দিরা চেয়ে ছিলেন আইন ব্যবস্থা সংবিধানের জায়গায় একটি বিশেষ পরিবারের প্রতি আনুগত্য দেখাক। কংগ্রেসের অভিযোগ প্রধানমন্ত্রী মোদির সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ভিত্তি দুর্বল করে দিচ্ছেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের সময় ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল নামে একটি সংস্থার পথ চলা শুরু হয়। সেটির ক্ষমতা প্রায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মত। আর এই কংগ্রেসই সাংবিধানিক সংস্থার গরিমা নিয়ে মন্তব্য করে! আক্রমণ শানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উদ্দেশেও।
এদিন নিজের ব্লগটিকে টুইটারে পোস্ট করেন মোদি। পাল্টা টুইট করে তাঁকে আক্রমণ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তিনি লিখেন, বিজেপি নির্দিষ্ট পরিকল্পনা করে সাংবিধানিক সংস্থাগুলিকে দুর্বল করেছে। প্রধানমন্ত্রী দেশের মানুষকে বোকা ভাবা বন্ধ করুন৷