মন্ত্রীর আগমনে খাবার জুটল সব হারানো ফ্রেজারগঞ্জের!

ক্যানিং: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নির্দেশে বুলবুল প্রভাবিত এলাকা পরিদর্শনে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ আজ দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ পরিদর্শন করেন বাবুল৷ কিন্তু সেখানে তৃণমূল কর্মীদের হাতে দফায় দফায় বাধার মুখে পড়তে হয় তাকে৷ মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেওয়ার পর আর কেন বিজেপি নেতা? প্রশ্ন তুলে দেখানো হয় কালো পতাকা৷ স্থানীয় তৃণমূল কর্মীদের প্রবল আপত্তি

মন্ত্রীর আগমনে খাবার জুটল সব হারানো ফ্রেজারগঞ্জের!

ক্যানিং: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নির্দেশে বুলবুল প্রভাবিত এলাকা পরিদর্শনে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ আজ দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ পরিদর্শন করেন বাবুল৷ কিন্তু সেখানে তৃণমূল কর্মীদের হাতে দফায় দফায় বাধার মুখে পড়তে হয় তাকে৷ মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেওয়ার পর আর কেন বিজেপি নেতা? প্রশ্ন তুলে দেখানো হয় কালো পতাকা৷

স্থানীয় তৃণমূল কর্মীদের প্রবল আপত্তি সত্ত্বেও নিজে গাড়ি চালিয়ে দুর্গত এলাকার মানুষের সঙ্গে কথা বলতে যান বাবুল সুপ্রিয়৷ কিন্তু তৃণমূল কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে৷ দফায় দফায় তাঁকে দেখানো হয় কালো পতাকা৷ উঠতে থাকে, গো ব্যাক স্লোগান৷ তৃণমূল কর্মীদের বাধার মুখে পিছু হটেননি কেন্দ্রীয় মন্ত্রী৷ এসাকায় বাবুলকে দেখে জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূলের কর্মীরা৷ মুহূর্তেই গাড়ি রেখে স্থানীয় বিজেপি কর্মীদের বাইক নিয়ে বিভিন্ন গ্রামে ঢোকার চেষ্টা করেন তিনি৷ এরপরই চাঞ্চল্যকর ঘটনার মুখোমুখি হন বাবুল সুপ্রিয়৷

অভিযোগ, স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় বাবুল সুপ্রিয় জানতে পারেন, তিনি আসবেন বলেই আজ স্থানীয়দের জন্য খাবার বিলি করা হয়েছে৷ স্থানীয়দের অভিযোগ, এতদিন স্থানীয় পঞ্চায়েত থেকে কোনও সহযোগিতা পাননি তাঁরা৷ যতোটুকু পাওয়া গিয়েছে, সেটাও নাকি ‘কুখাদ্য’৷ সরাসরি মন্ত্রী সামনে অভিযোগ জানান স্থানীয়রা৷ সুযোগ হাতছাড়া করেননি বাবুল৷

তিনিও জানান, ”এতদিন কেউ আপনাদের কোন সাহায্য করল না? আমি এলাম বলেই আজ আপনাদের খাবার দেওয়া হল৷ রাজ্য সরকারের আসল উদ্দেশ্য সবাইরে থেকে লোক দেখানো৷ এটাই আপনাদের দিদি৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *