প্রচারে বিদেশি অভিনেতা, সৌগতর প্রার্থী পদ বাতিলের দাবি

কলকাতা: রায়গঞ্জে কানইয়ালাল আগরওয়ালের প্রচারে বাংলাদেশি অভিনেতা ফিরৌদসের অংশ নেওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এবার আরেক বাংলাদেশি অভিনেতা রানি রাসমণি খ্যাত গাজি নূরকে নিয়ে কমিশনের দ্বারস্থ হল বিজেপি। এদিন এবিষয়ে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের প্রার্থী পদ বাতিলের দাবি করেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। পাশাপাশি বাঘিনী নামে একটি সিনেমা নিয়েও নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে।

প্রচারে বিদেশি অভিনেতা, সৌগতর প্রার্থী পদ বাতিলের দাবি

কলকাতা: রায়গঞ্জে কানইয়ালাল আগরওয়ালের প্রচারে বাংলাদেশি অভিনেতা ফিরৌদসের অংশ নেওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এবার আরেক বাংলাদেশি অভিনেতা রানি রাসমণি খ্যাত গাজি নূরকে নিয়ে কমিশনের দ্বারস্থ হল বিজেপি। এদিন এবিষয়ে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের প্রার্থী পদ বাতিলের দাবি করেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। পাশাপাশি বাঘিনী নামে একটি সিনেমা নিয়েও নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে।

‘বিজনেস ভিসা’ নিয়ে ভারতে এসে তৃণমূলের হয়ে প্রচারের অভিযোগে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হল বাংলাদেশের অভিনেতা ফিরদৌসকে। তাঁর ভিসা বাতিল করে এখনই দেশ ছাড়ার নোটিস পাঠানোও হয়েছে। এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এবিষয়ে বিবৃতি জারি করা হয়েছে। ফিরদৌস তৃণমূলের হয়ে প্রচারের পর এদিন নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বিজেপি।

রাভেল ভিসা নিয়ে রাজ্যে এসে তৃণমূলের হয়ে প্রচার করলেন দুই বাংলার প্রখ্যাত অভিনেতা ফিরদৌস। পয়লা বৈশাখের দিন অর্থাৎ সোমবার রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানাহাইয়ালাল আগরওয়ালের হয়ে প্রচার সারেন এই অভিনেতা। এই ঘটনার পরেই বিজোপির তরফে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়। কমিশনের তরফে বিষয়টি কলকাতার বাংলাদেশ হাইকমিশনে রিপোর্ট করা হয়েছে। ডেপুটি হাইকমিশনার খুব শিগগির কলকাতা ছেড়ে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছেন ফিরদৌসকে।

প্রচারে বিদেশি অভিনেতা, সৌগতর প্রার্থী পদ বাতিলের দাবিএর আগে বহু অভিনেতা অভিনেত্রীই রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করেও বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনী প্রচার সারেন। ক্রিকেটাররাও এই কাজ থেকে বাদ পড়েন না। তবে ভিনদেশের অভিনেতা বাংলায় এসে প্রচার করছেন, এই ঘটনা এই প্রথম। সব দেখেশুনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তো বলেই ফেললেন, তৃণমূল ভোট নিয়ে যা ইচ্ছে তাই করছে। এবার হয়তো দেখবো পাকিস্তান থেকে ইমরান খান এসে তৃণমূলের প্রচার করছেন।

বিষয়টি যতই গুরুতর হোক ফিরদৌসের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ নেয়নি কমিশন। তবে বিধিভঙ্গের এক্তিয়ারে পড়লে বাংলাদেশের অভিনেতাকে ঠিক কোন ধরনের ঝামেলায় পড়তে হবে তা সময় বলবে। এদিকে বিজেপি যাই বলুক না কেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কিন্তু ফিরদৌসের উপস্থিতি মানতে চাইলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =