কলকাতা: মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে বিরাটিতে আক্রান্ত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ খাদ্যমন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগ৷ বাম কর্মী সমর্থকদেক বিরুদ্ধে পরপর দু’টি গাড়ি ভাঙচুরের অভিযোগ খাদ্যমন্ত্রীর৷ অভিযোগ অস্বীকার বাম নেতৃত্বের৷ বাম শীর্ষ নেতৃত্বের নামে নিমতা থানায় এফআইআর দায়ের মন্ত্রীর৷
খাদ্যমন্ত্রীর অভিযোগ, বিমান বসু, তন্ময় ভট্টাচার্যের উপস্থিতি এই হামলা চালানো হয়েছে৷ অভিযোগ অস্বীকার করে তন্ময় ভট্টাচার্য জানান, এখন কোনও হামলা তাঁরা জানা নেই৷ মুখ্যমন্ত্রীর সভায় ভিড় না হওয়ার কারণে খাদ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে বলেও পাল্টা অভিযোগ তোলেন৷
কনভয়ে হামলার ঘটনায় ‘কত ধানে কত চাল’ তা বুঝিয়ে দেবেন বলেও সংবাদমাধ্যমে মন্তব্য করছেন জ্যোতিপ্রিয়৷ তাঁর অভিযোগ, বামাদের মিছিল থেকে তাঁকে লক্ষ্য করে গালাগালি দেওয়া হয়৷ ঘটনার প্রতিবাদ করতেই বামেদের মিছিল থেকে তাঁর উপর হামলা চালানো হয়৷ ভাঙা হয় দু’টি গাড়ি৷ এই মর্মে তিনি নিমতা থানায় অভিযোগ করেন৷ এই ফল বামেদের ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেন৷ এর আগে বামেদের দেখলে সাপের মতো পিটিয়ে মারার নিদান দিয়েছিলেন৷ সিপিএমের সঙ্গে সম্পর্ক না রাখারও নির্দেশ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন এই তৃণমূল নেতা৷