ফুল ছড়িয়ে, স্যালুট জানয়ে ভোটারদের স্বাগত জানাল কমিশন

ভোপাল: বাংলায় জখন বুথ-জ্যামের চেষ্টার খবর আসেছে, ঠিক তখনই ভোটারদের চলার পথে ফুল ছড়িয়ে, স্যালুট জানিয়ে ভোটারদের স্বাগত জানাল নির্বাচন কমিশন৷ বৃহস্পতিবার বিশ্বের বৃহত্তম গণতন্ত্রণের উৎসবে অন্যরকম ছবি ধরা দিল উত্তরপ্রদেশের বিজনরের বাড়ুটে৷ উত্তরপ্রদেশ৷ রাজনীতিতে চলতি প্রবাদ আছে, লোকসভা নির্বাচনে দিল্লি পথ যায় উত্তরপ্রদেশের উপর দিয়েই৷ এবার নির্বাচনী আসনের দিক থেকে ভারতের সর্ববৃহৎ রাজ্য, উত্তর

ফুল ছড়িয়ে, স্যালুট জানয়ে ভোটারদের স্বাগত জানাল কমিশন

ভোপাল: বাংলায় জখন বুথ-জ্যামের চেষ্টার খবর আসেছে, ঠিক তখনই ভোটারদের চলার পথে ফুল ছড়িয়ে, স্যালুট জানিয়ে ভোটারদের স্বাগত জানাল নির্বাচন কমিশন৷ বৃহস্পতিবার বিশ্বের বৃহত্তম গণতন্ত্রণের উৎসবে অন্যরকম ছবি ধরা দিল উত্তরপ্রদেশের বিজনরের বাড়ুটে৷

উত্তরপ্রদেশ৷ রাজনীতিতে চলতি প্রবাদ আছে, লোকসভা নির্বাচনে দিল্লি পথ যায় উত্তরপ্রদেশের উপর দিয়েই৷ এবার নির্বাচনী আসনের দিক থেকে ভারতের সর্ববৃহৎ রাজ্য, উত্তর প্রদেশে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ৮টি আসনে মোট ৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতার আসরে নেমেছেন৷ ৮টি আসনে প্রথম দফায় ভোট চলছে৷ শাহরানপুর, কইরানা, মুজাফফরনগর, বিজনর, বাঘপত, মীরাট, গাজিয়াবাদ এবং গৌতম বুদ্ধনগরে চলছে ভোট৷

২০১৪’র সাধারণ নির্বাচনে এই ৮টি আসনে মোট প্রার্থী ছিলেন ১২২ জন৷ এবারে সাধারণ নির্বাচনে ওই ৮টি আসনে নির্দল প্রার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমেছে৷ গত লোকসভা নির্বাচনে যেখানে ৪৭ জন নির্দল প্রার্থী ছিলেন এবার এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২০-তে। রাজ্যের মোট ৮০টি লোকসভা আসনের নির্বাচনের জন্য ৭ দফায় ভোট গ্রহণ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *