কলকাতা: ভোটের বাজার চালু হতেই শুরু হয়ে গেছে রাজনীতিকদের একে অপরের ওপর আক্রমণ।চলছে মন্তব্যের পাল্টা মন্তব্য।সোমবার তেমনই ফিরহাদ হাকিমের করা কটাক্ষের জবাব দিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাহুল সিনহা।কালিঘাটে পুজো দিতে এসে সংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলে বসেন, ‘এবার থেকে রাহুল সিনহাকে লোকে হিরো রাহুল বলে ডাকবেন’।
কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম ভোট প্রচারে গিয়ে মন্তব্য করেছিলেন, ‘কখনই উত্তর কলকাতা থেকে জয়ী হতে পারবেন না রাহুল সিনহা’।এরপরইএদিন ফিরহাদ হাকিমের এই বক্তব্যের পাল্টা মন্তব্য করেন রাহুল সিনহা।রাহুল সিনহার কথায়, ‘কলকাতাকে মিনি পাকিস্তান বানাতে চান ফিরহাদ হাকিম।কিন্তু উত্তর কলকাতা থেকে বিজেপি জয়ী হলে তা সম্ভব হবে না।তাই ভয় পেয়েছেন ফিরহাদ।আর তাই বিজেপির নামে অপপ্রচার চালাচ্ছেন’।