আজ বিকেল: গো ব্যাক গো ব্যাক অমিত শাহ গো ব্যাক। কলেজস্ট্রিটে বিজেপির এদিনের সভায় বাংলাকে কাঙাল বলে উল্লেখ করেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তারপরই কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে পালটা বিক্ষোভ দেখাতে শুরু করে টিপিসিপি সমর্থকরা। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা বিজেপি সমর্থরা তখন উত্তেজিত, বিশ্ববিদ্যালয় চত্বরে ছুটে আসতে থাকে থান ইট, পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে বিজেপি সমর্থকরা। বাধা পেয়ে পুলিশের সঙ্গে হাতাহাতিও হয়। এবিভিপি-র সমর্থররা পুলিশের সামনেই জলের বোতল ও ইট ছুঁড়তে শুরু করে। এই মুহূর্তে গোটা কলেজস্ট্রিট জুড়ে তুমুল উত্তেজনা, রণক্ষেত্র গোটা এলাকা।
টিএমসিপির সমর্থকরা অমিত শাহকে কালো পতাকা দেখাতে শুরু করে। বিজেপি সমর্থকরা দলীয় পতাকা, হোর্ডিং দিয়ে কালো পতাকা ঢাকার চেষ্টা করলেও তাতে লাভের লাভ কিছু হয়নি। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অমিত শাহকে ফিরে যাওয়ার জন্য স্লোগান দিতে থাকেন। একদিকে জয় শ্রী রাম ও অন্যদিকে চৌকিদার চোর হ্যায় স্লোগানে উত্তপ্ত কলেজস্ট্রিট। অমিত শাহকে ঘিরে শুরু বিক্ষোভ। রথ এগিয়ে গিয়েছে বিদ্যাসাগর কলেজের সামনে চলছে বিক্ষোভ, ইটবৃষ্টি শুরু করেছে বিজেপি সমর্থকরা। বিদ্যাসাগর কলেজের গেটে জ্বলছে আগুন। এককথায় রণক্ষেত্র উত্তর কলকাতার বিধান সরণি।