কলকাতা: বিদ্যাসাগর কলেজে তাণ্ডবের ঘটনায় চূড়ান্ত বিপাকে বিজেপি সভাপতি অমিত শাহ৷ তাণ্ডবে মগত দেওয়ার দায়ে অমিত শাহের বিরুদ্ধে কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় দায়ের এফআইআর৷ বিদ্যাসাগর কলেজের পড়ুয়ারাই এই অভিযোগ দায়ের করেছেন৷
অভিযোগ, অমিত শাহের নেতৃত্বেই মঙ্গলবার তাণ্ডব চাললানো হয় বিদ্যাসাগর কলেজে৷ ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি। বিজেপি সভাপতিকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি৷ সরকারি সম্পত্তি ভাঙচুরের মতো জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ এফআইআর দায়ের প্রসঙ্গে অমিত শাহের দাবি, ‘‘আমার নামে এফআইআর হয়েছে৷ মমতাদির পুলিশে আমি ভয় পাই না৷ ২৩ মের পর সব দেখা যাবে৷’’
মঙ্গলবার কলকাতায় বিজেপি সভাপতির রোড শোকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে৷ কলেজস্ট্রিটে উপর দিয়ে বিজেপি-র মিছিল যাওয়ার সময়ে একদল যুবক বিদ্যাসাগর কলেজে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার পরেই কলেজে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরও অভিযোগ ছিল, অমিত শাহের নেতৃত্বেই ভাঙচুর চালানো হয়েছে কলেজে। তিনি অভিযোগ করেন, বহিরাগতদের নিয়ে এসে তাণ্ডব চালানো হয়েছে।
বিজেপির আবার পাল্টা অভিযোগ, মমতার উস্কানিতেই মিছিলে হামলা চালানো হয়েছে। মমতার প্রচার নিষিদ্ধ করার দাবিতে নির্বাচন কমিশনেও দাবি জানিয়েছেন তাঁরা। তৃণমূল সমর্থকরাই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে বলে অভিযোগ বিজেপি-র। আজ কলেজে ভাঙচুরের ঘটনায় বিদ্যাসাগর কলেজ কর্তৃপক্ষও পুলিশে অভিযোগ দায়ের করবে। এই ঘটনায় এখনও পর্যন্ত পঞ্চাশ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।