কলকাতা: ভার্চুয়াল জনসভা করে বাংলার শাসকদলের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে গুচ্ছ দুর্নীতির অভিযোগ তুলেছেন প্রাক্তন বিজেপি সভাপতি৷ এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ উড়িয়ে পাল্টা ‘মিথ্য’, ‘নকল করার মহারাজ’ বলেও পাল্টা অভিযোগ তুললেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র৷
আজ বিকেলে তৃণমূলের তরফে অনলাইনে সাংবাদিক বৈঠক করা হয়৷ সেখানে অমিত সাহাকে কড়া ভাষায় নিন্দা জানান তৃণমূলের রাজ্যসভার সংসদ ডেরেক ও'ব্রায়েন৷ সরাসরি অমিত শাহার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন তিনি৷ একই সঙ্গে তথ্য পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷
সাংবাদিক বৈঠক করে অমিত মিত্র জানান, ‘‘রাজ্য সরকারের প্রকল্প দেখে নকল করছে কেন্দ্র৷ ২০১৬ সালে চালু করা হয়েছিল স্বাস্থ্য সাথী৷ নতুন প্রকল্প নিজে থেকে কিছু ভাবতে পারে না৷ কেন্দ্র সরকার শুধু নকল করছে৷ ক্রমাগত অসত্য বলছেন অমিত শাহ৷ শৌচাগার বিষয়ে অমিত শাহ মিথ্যা কথা বলছেন৷ পিডিএস নিয়ে তথ্য ভুল দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী৷’’
পরিযায়ী শ্রমিকদের বিষয়ে অর্থমন্ত্রীর দাবি, কেন্দ্র সরকার শ্রমিকদের জন্য কোনও টাকা বরাদ্দ করেনি৷ কিন্তু ভাষণে কোটি কোটি টাকা বরাদ্দ কথা বলা হচ্ছে৷ ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়া হবে বলে কেন্দ্র ঘোষণা করছে৷ কিন্তু ব্যবসায়ীদের ঋণ বোঝা বাড়িয়ে ব্যবসা কার্যত তুলে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র৷
ঝড়ের পর কেন্দ্র হাজার কোটি টাকা দিয়েছে৷ কিন্তু ক্ষতি হয়েছে ১ লক্ষ কোটি টাকা৷ এখনও বাকি টাকা৷ সেই টাকা দেওয়া হয়নি বলেও সাংবাদিক বৈঠকে দাবি করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ মোদি সরকার নকলের মহারাজ, রাজ্যে ৭.৫ কোটি মানুষ স্বাস্থ্য সাথীর আওতায় রয়েছেন৷ ৫ লক্ষ টাকা বীমার সুবিধা পান তাঁরা৷ জানিয়েছেন অমিত মিত্র৷ একই সঙ্গে দেশে বেকারত্ব বেড়েছে বলেও মন্তব্য করেছেন অর্থমন্ত্রী৷ দেশের বড় বড় রাজ্যে বেকারত্ব বাড়লেও বাংলায় বেকারত্ব খুব একটা বাড়েনি বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷