অবশেষে পিছু হঠল NRS পড়ুয়ারা, জট কাটার ইঙ্গিত

কলকাতা: মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি পরবর্তী একের পর এক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার৷ দফায় দফায় বৈঠক করে জট কাটানোর রাজ্যের উদ্যোগ ব্যর্থ হয়েছে৷ কিন্তু, তার পরও হাল ছাড়ানে নবান্ন৷ ঘুরিয়ে কড়া শান্তিরও বার্তাও পাঠানো হয়েছে৷ অবিলম্বে চিকিৎসকদের কাজে ফেরার আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রীর৷ মুখ্যমন্ত্রীর অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার নিজেদের মধ্যে বৈঠক করে বরফ গলানোর ইঙ্গিত দিলেন

অবশেষে পিছু হঠল NRS পড়ুয়ারা, জট কাটার ইঙ্গিত

কলকাতা: মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি পরবর্তী একের পর এক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার৷ দফায় দফায় বৈঠক করে জট কাটানোর রাজ্যের উদ্যোগ ব্যর্থ হয়েছে৷ কিন্তু, তার পরও হাল ছাড়ানে নবান্ন৷ ঘুরিয়ে কড়া শান্তিরও বার্তাও পাঠানো হয়েছে৷ অবিলম্বে চিকিৎসকদের কাজে ফেরার আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রীর৷ মুখ্যমন্ত্রীর অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার নিজেদের মধ্যে বৈঠক করে বরফ গলানোর ইঙ্গিত দিলেন আন্দোলনকারী পড়ুয়ারা৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার করতে চয়ে বিবৃতি প্রকাশ জুনিয়ার পড়ুয়াদের৷ আলোচনার জন্য মুখ্যমন্ত্রীকে স্থান নির্বাচনের আর্জি মেডিক্যাল পড়ুয়াদের৷

এদিন বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, আন্দোলনকারী পড়ুয়ারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে রাজি৷ কিন্তু, বন্ধ ঘরের আড়ালে তাঁরা বৈঠক করবেন না৷ মিডিয়ার ক্যামেরার সামনে, মমস্ত মেডিক্যাল পড়ুয়াদের উপস্থিতিতে সবাইকে নিয়ে যাতে বৈঠক করা যায়, তার স্থান নির্ধারনের জন্য মুখ্যমন্ত্রীর কোর্টে বল পাঠান জুনিয়ার চিকিৎসকরা৷ এদিনের বিবৃতির বেশিরভাগ অংশে মুখ্যমন্ত্রীর নাম মুখে না এনে ‘মাননীয়া’ শব্দটি বাংবরার উচ্চারণ করা হয়৷

NRS জট কাটাতে পড়ুয়াদের একাংশ চাইছেন, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন৷ তবে, নবান্ন নয়৷ বৈঠকের জন্য বিকল্প স্থানের খোঁজও শুরু হয় বিজি বৈঠকে৷ পড়ুয়াদের অধিকাংশই চেয়েছিলেন, রাজ্যপালের মধ্যস্থতায় রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে মেটানো হোক সমস্যা৷ কিন্তু, পরে সিদ্ধান্ত নেওয়া হয়, ‘মাননীয়া বলে দিক, আমরা কোথায় তাঁর সঙ্গে বৈঠক করব৷ মাননীয়া ঠিক করবেন, বৈঠকের দিনক্ষণ ও স্থান৷ বৈঠকের ব্যবস্থা মাননীয়াকেই করতে হবে৷’ মুখ্যমন্ত্রীর নবান্নের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও এনেছেন আন্দোলনকারীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 16 =