অবশেষে রাজীব মামলার শুনানি শেষ হাইকোর্টে, এরপর…

কলকাতা: অবশেষে রাজীব কুমার মামলার শুনানি শেষ করল কলকাতা হাইকোর্ট৷ প্রায় ২৩ দিনের মাথায় শুনানি পর্ব শেষ হয়েছে বলে কলকাতা হাইকোর্ট সূত্রে খবর৷ তবে আপাতত রাজীব কুমারকে স্বস্তি দিয়ে রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট৷ টানা ২৩ দিনের শুনানি পর্ব সিবিআইয়ের বেশির ভাগ সওয়াল-জবাব হয়েছে রুদ্ধদ্বার এজলাসে৷ সিবিআইয়ের পাল্টা রাজীব কুমারের আইনজীবীরাও একাধিক যুক্তি দিয়েছে৷ উভয়

অবশেষে রাজীব মামলার শুনানি শেষ হাইকোর্টে, এরপর…

কলকাতা: অবশেষে রাজীব কুমার মামলার শুনানি শেষ করল কলকাতা হাইকোর্ট৷ প্রায় ২৩ দিনের মাথায় শুনানি পর্ব শেষ হয়েছে বলে কলকাতা হাইকোর্ট সূত্রে খবর৷ তবে আপাতত রাজীব কুমারকে স্বস্তি দিয়ে রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট৷

টানা ২৩ দিনের শুনানি পর্ব সিবিআইয়ের বেশির ভাগ সওয়াল-জবাব হয়েছে রুদ্ধদ্বার এজলাসে৷ সিবিআইয়ের পাল্টা রাজীব কুমারের আইনজীবীরাও একাধিক যুক্তি দিয়েছে৷ উভয় পক্ষে সওয়াল জবাব শোনার পর আপাতত রায়দান স্থগিত রাখার সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের৷

এর আগে কলকাতা হাইকোর্ট রাজীব মামলার দীর্ঘ পর্বে বিচারপতি মধুমতী মিত্র সাফ জানিয়ে দিয়েছিলেন, দীর্ঘদিন ধরেই মামলা চলছে৷ এই সবের একটা শেষ হওয়া প্রয়োজন৷ কলকাতা হাইকোর্টের বিচারপতির কড়া অবস্থান ঘিরে বঙ্গ রাজনীতিতে নতুন করে শুরু হয় জল্পনা৷ আদালতের কড়া অবস্থানের পর রাজীব কুমার মামলার রায়ের উপর নির্ভবর করছে সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ৷

ইতিমধ্যেই সিবিআইয়ের তরফেও রাজীব কুমারকে ডেকে পাঠিয়েছে সিবিআই৷ তবে, সিআইডি আধিকারিক মারফত তিনি যেতে পারবেন না বলে সিবিআইকে জানিয়ে দিয়েছেন৷ চিঠি পাঠিয়ে বাড়তি সময় চেয়ে পাঠিয়েছেন রাজীব কুমার! কিন্তু সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও সাফ জানিয়ে দিয়েছে, রাজীব কুমারকে অবশ্যই হাজিরা দিতে হবে৷ সিবিআই সূত্রে খবর, রাজীব কুমারকে বারবার ডেকে পাঠানো হলেও তিনি খুব বেশি তদন্তে সহযোগিতা করছেন না৷ বেশ কিছু প্রশ্ন এড়িয়ে গিয়েছেন৷ সিবিআই তৎপরতায় চূড়ান্ত বিপাকে রাজীব কুমার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 17 =