পুলিশের লাঠি থেকে বাঁচাতে বুথ থেকে দৌড়ে পালালেন মহিলা ভোটাররা

দুর্িদ রণক্ষেত্র জোমুয়া৷ কেন্দ্রীয় বাহিনী চেয়ে জনতার বিক্ষোভ৷ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে বেপরোয়া লাঠিচার্জ পুলিশের৷ মারমুখী পুলিশের লাঠির হাত থেকে বাঁচতে বুথে ছেড়ে দৌড়ে পালালেন স্থানীয় মহিলা ভোটাররা৷ সোমবার সকালে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় বিশাল পুলিশবাহিনী৷ পুলিশের লাঠির বাড়িয়ে জখম শিশুও৷ জোমুয়া হাইস্কুল

পুলিশের লাঠি থেকে বাঁচাতে বুথ থেকে দৌড়ে পালালেন মহিলা ভোটাররা

দুর্িদ রণক্ষেত্র জোমুয়া৷ কেন্দ্রীয় বাহিনী চেয়ে জনতার বিক্ষোভ৷ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে বেপরোয়া লাঠিচার্জ পুলিশের৷ মারমুখী পুলিশের লাঠির হাত থেকে বাঁচতে বুথে ছেড়ে দৌড়ে পালালেন স্থানীয় মহিলা ভোটাররা৷

পুলিশের লাঠি থেকে বাঁচাতে বুথ থেকে দৌড়ে পালালেন মহিলা ভোটাররাসোমবার সকালে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় বিশাল পুলিশবাহিনী৷ পুলিশের লাঠির বাড়িয়ে জখম শিশুও৷

পুলিশের লাঠি থেকে বাঁচাতে বুথ থেকে দৌড়ে পালালেন মহিলা ভোটাররা   জোমুয়া হাইস্কুল চত্বরের ভোটারদের একাংশের অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট হয়েছিল৷ এবারের নির্বাচনে সেই স্মৃতি যাতে না ফেরে, সেই দাবিতে সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা৷ ভোটারদের দাবি, কেন্দ্রীয় বাহিনী না এলে ভোট করাতে দেবেন না তাঁরা৷

পুলিশের লাঠি থেকে বাঁচাতে বুথ থেকে দৌড়ে পালালেন মহিলা ভোটাররারাজ্য পুলিশের উপর তাঁদের কোনও ভরসা নেই বলেও এদিন প্রকাশ্যে দাবি জানান ভোটারদের একাংশ৷ স্থানীয়দের বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ এলাকায় স্থানীয়দের বিক্ষোভের খবর পেয়ে বিশাল জমায়েত করেছেন তৃণমূল সমর্থকরাও৷ পরিস্থিতি কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে৷ শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও ওই বুথে ভোট শুরু করা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *