বোধন লগ্নে ফের তপ্ত পাহাড়, বনধে পর্যটকদের রেহাই

দার্জিলিং: বোধন লগ্নে ফের উত্তপ্ত পাহাড়৷ চা-শ্রমিকদের পুজোর বোনাসের দাবিতে আজ ১২ ঘণ্টা বন্ধ চলছে পাহাড়ে৷ পর্যটক ঠাসা পাহাড়ে বন্ধের জেরে চূড়ান্ত বিপাকে পড়েছেন পর্যটকদের বড় অংশ৷ তবে, বনধের আওতার বাইরে পর্যটকদের রাখা হলেও দোকান-বাজার বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা৷ চা শ্রমিকদের পুজোর বোনাসের দাবিতে আজ দার্জিলিং বনধের ডাক দিয়েছে বিনয় তামাংপন্থী মোর্চার একাংশ৷ এই

imagesmissing

দার্জিলিং: বোধন লগ্নে ফের উত্তপ্ত পাহাড়৷ চা-শ্রমিকদের পুজোর বোনাসের দাবিতে আজ ১২ ঘণ্টা বন্ধ চলছে পাহাড়ে৷ পর্যটক ঠাসা পাহাড়ে বন্ধের জেরে চূড়ান্ত বিপাকে পড়েছেন পর্যটকদের বড় অংশ৷ তবে, বনধের আওতার বাইরে পর্যটকদের রাখা হলেও দোকান-বাজার বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা৷

চা শ্রমিকদের পুজোর বোনাসের দাবিতে আজ দার্জিলিং বনধের ডাক দিয়েছে বিনয় তামাংপন্থী মোর্চার একাংশ৷ এই বনধে রাজনৈতিক দলগুলির সমর্থন জুগিয়েছে৷ চা-শ্রমিক ইউনিয়নের জয়েন ফোরামের নেতৃত্বে আজ বিকেল চারটে পর্যন্ত দার্জিলিং, কার্শিয়াং, কালিংপং, সোনাদার সমস্ত বাজার বন্ধ রয়েছে৷

বোনাসের দাবিতে পাহাড়ের ৭৮টি চা বাগানের শ্রমিকরা এই ধর্মঘটে সামিল হয়েছেন বলে জানা গিয়েছে৷ জরুরি পরিষেবাকে বন্ধ রাখা হলেও আজ শুনশান পাহাড়৷ সকাল থেকেই কোন দোকানপাট খোলেনি৷ তবে বেশ কিছু ওষুধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা রয়েছে৷ তবে ক্রেতা সংখ্যা নেই বললেই চলে৷

ষষ্ঠীর সকালে ইতিমধ্যেই পাহাড়ে আসতে শুরু করেছেন বহু পর্যটক৷ তাঁদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে মোর্চা নেতৃত্বে তরফে জানানো হয়েছে৷ বনধ থাকলেও পর্যটকদের গাড়ি থামানো হচ্ছে না বলে মোর্চার তরফে ঘোষণা করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *