‘কংগ্রেস ক্ষমতায় এলে কৃষকদের জেলে ঢুকতে হবে না’

বদায়ুন: কংগ্রেস ক্ষমতায় এলে আর দেনার দায়ে ডুবে থাকা কৃষকদের জেলে যেতে হবে না। উত্তরপ্রদেশের দাঁতনগঞ্জে এক জনসভায় এমনই প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আওনলা সংসদীয় কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর সমর্থনে আয়োজিত সভায় রাহুল বলেন, ব্যাঙ্ক থেকে কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়ে শোধ না করা শিল্পপতিদের দেশ ছেড়ে পালাতে দেওয়া হয়। তাঁদের জেলে ভরা

‘কংগ্রেস ক্ষমতায় এলে কৃষকদের জেলে ঢুকতে হবে না’

বদায়ুন: কংগ্রেস ক্ষমতায় এলে আর দেনার দায়ে ডুবে থাকা কৃষকদের জেলে যেতে হবে না। উত্তরপ্রদেশের দাঁতনগঞ্জে এক জনসভায় এমনই প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আওনলা সংসদীয় কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর সমর্থনে আয়োজিত সভায় রাহুল বলেন, ব্যাঙ্ক থেকে কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়ে শোধ না করা শিল্পপতিদের দেশ ছেড়ে পালাতে দেওয়া হয়। তাঁদের জেলে ভরা হয় না।

কিন্তু কৃষকরা যদি ২০ হাজার টাকা ঋণ নিয়ে শোধ করতে না পারেন, তাঁদের জেলে পাঠানো হয়। এরপরেই রাহুলের আশ্বাস, কংগ্রেস যদি সরকারে আসে তাহলে আর ঋণশোধ করতে না পারলেও কৃষকদের জেলে যেতে হবে না। কংগ্রেস সভাপতি বলেন, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের সরকার প্রতিশ্রুতিমতো কৃষকদের ঋণমকুব করে দিয়েছে। মোদি সরকারের কড়া সমালোচনা করে রাহুল বলেন, দেশে কর্মসংস্থানের জোয়ার আনতে ব্যর্থ এই সরকার। গত ৪৫ বছরের মধ্যে মোদির আমলেই দেশে কর্মহীনের হার সর্বোচ্চ হয়েছে বলে জনসভায় দাবি করেন রাহুল। কংগ্রেসের দেওয়া ন্যায় প্রকল্পের কথা তুলে ধরে রাহুল বলেন, নোটবাতিলের সিদ্ধান্তের মধ্য দিয়ে মোদি সরকার দেশের মানুষের পকেটের টাকা ছিনিয়ে নিয়েছিল।

আর কংগ্রেস সেই টাকা পাল্টা ছিনিয়ে নিয়ে গরিব মানুষের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। কংগ্রেস সরকার গঠিত হলে গরিবদের বার্ষিক ন্যূনতম ৭২ হাজার টাকা রোজগার নিশ্চিত করা হবে। উপস্থিত জনতাকে উদ্দেশ করে রাহুল বলেন, আপনাদের একদিকে অন্যায় আর অন্যদিকে ন্যায়। আপনাদেরই এর মধ্য থেকে একটাকে বেছে নিতে হবে। এদিনের সভায় সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির জোটকেও একহাত নেন রাহুল। প্রশ্ন করেন, এই দুই দল কখনও বলেছে যে চৌকিদার চোর? বলেনি। কারণ এদের সঙ্গে মোদির যোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 17 =