বহু কর্মকাণ্ড বহু স্মৃতি, গুডবাই ওড়িশা সরকার! পদত্যাগ নবীনের

পট্টনায়েক সরকারের অবসান  আড়াই দশকের নবীন পট্টনায়েক সরকারের অবসান। বুধবার ওড়িশার রাজ্যপাল রঘুবর দাসের কাছে গিয়ে পদত্যাগপত্র দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। অনেক স্মৃতি, বিজেডি…

Naveen Patnaik End of Naveen Patnaik bjd government

পট্টনায়েক সরকারের অবসান

 আড়াই দশকের নবীন পট্টনায়েক সরকারের অবসান। বুধবার ওড়িশার রাজ্যপাল রঘুবর দাসের কাছে গিয়ে পদত্যাগপত্র দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। অনেক স্মৃতি, বিজেডি সরকারের বহু উন্নয়নের কর্মকাণ্ড। নবীনের আমলেই ওড়িশা দেশের অন্যতম শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হয়েছে। অসংখ্য শিল্প স্থাপন করেছেন তিনি। চাকরি পেয়েছেন কয়েক লক্ষ বেকার যুবক-যুবতী। একটা সময় ওড়িশা থেকে কাজের সন্ধানে বাইরে যেত যুবসমাজ। এখন ছবিটা বদলে গিয়েছে, পশ্চিমবঙ্গ-সহ নানা রাজ্য থেকে ওড়িশায় কাজ করতে আসেন উচ্চশিক্ষিত যুবক-যুবতী। পুরোটাই সম্ভব হয়েছে নবীন পট্টনায়েকের কর্মদক্ষতা ও সুচিন্তার কারণে।

ইতিহাস গড়েছে বিজেপি

ঘটনা হল  ওড়িশায় নয়া ইতিহাস গড়েছে বিজেপি। লোকসভার পাশাপাশি বিধানসভা নির্বাচনও হয়েছে ওড়িশায়। আর দুটিতেই নবীন পট্টনায়েকের বিজেডিকে ধরাশায়ী করেছে বিজেপি। আড়াই দশক পর ওড়িশায় অবসান ঘটেছে নবীন পট্টনায়েক সরকারের। সেখানে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এল বিজেপি। এছাড়া ওড়িশার ২১টি লোকসভা আসনের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে বিজেপি। একটি আসন পেয়েছে কংগ্রেস। আর ১৪৭ আসন বিশিষ্ট ওড়িশা বিধানসভায় ৭৮ আসন পেয়ে ম্যাজিক সংখ্যা ৭৪ টপকে গিয়েছে বিজেপি। সেখানে বিজেডি জয়ী হয়েছে ৫১ আসনে। ১৪ আসনে জয়ী হয়েছে কংগ্রেস।

পাখির চোখ বিজেপির

এবার পূর্ব ভারতের এই রাজ্যটিকে পাখির চোখ করেছিল বিজেপি। একাধিকবার সেখানে গিয়ে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি ওড়িশায় ক্ষমতায় আসলে কী কী উন্নয়ন হবে সেই প্রতিশ্রুতি দেন মোদি। সেই সঙ্গে বিজেডি সরকারের বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ তুলে ধরেন মোদি। ফলাফল বলছে ওড়িশায় মোদিকে বিশ্বাস করেছেন সেখানকার মানুষ। আর তাতেই রচিত হয়েছে নয়া ইতিহাস।

ঘটনা হচ্ছে বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে পড়েছেন নবীন। দলের দায়িত্ব মূলত তুলে দিয়েছেন রাজ্যের প্রাক্তন আমলা পান্ডিয়ানের হাতে। নবীনের মস্তিষ্কপ্রসূত বিভিন্ন প্রকল্পের রূপায়ণ হয়েছিল তৎকালীন আমলা পান্ডিয়ানের হাত ধরেই। একটা সময় সরকারি চাকরি ছেড়ে নবীনের বিজেডিতে যোগদান করেন পান্ডিয়ান।

নবীন পট্টনায়েক সরকারের বিদায়

তবে কী নেতৃত্ব বদল হচ্ছে দেখেই ওড়িশার মানুষ আর বিজেডির উপর ভরসা রাখতে পারলেন না? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। তাই ২০২৪ সালের জুন মাসে নতুন ইতিহাস রচিত হল ওড়িশায়। বস্তুত এমনটা যে হতে পারে সেটা কেউ ভাবতে পারেননি। তাই আপাদমস্তক একজন ভদ্রলোক ও সুযোগ্য প্রশাসক নবীন পট্টনায়েক সরকারের বিদায়ের বিষয়টি নিয়ে চর্চা চলছে গোটা দেশ জুড়ে।

End of bjd government

Politics: Farewell Naveen Patnaik end of bjd government in odisha. Naveen Patnaik resigns as Odisha CM, ending over two decades of BJD rule. Despite many achievements, BJP wins both Lok Sabha and Assembly elections, marking a historic shift. Patnaik’s leadership transformed Odisha, making it a leading state.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *