মিথ্যে তথ্য! অভিষেক স্ত্রী নামে শোকজ স্বরাষ্ট্রমন্ত্রকের

কলকাতা: মিথ্যা বক্তব্য দেওয়া ও প্রকৃত তথ্য লুকানোর অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নরুলাকে শোকজ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিদেশ নাগরিক বিভাগ। নিজের ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড এবং প্যান কার্ড পাওয়ার জন্য রুজিরা ওই তথ্য দিয়েছিলেন বলে জানিয়েছে তারা। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, শোকজ নোটিশ অনুযায়ী রুচিরা ওসিআই এবং প্যানকার্ডের জন্য

মিথ্যে তথ্য! অভিষেক স্ত্রী নামে শোকজ স্বরাষ্ট্রমন্ত্রকের

কলকাতা: মিথ্যা বক্তব্য দেওয়া ও প্রকৃত তথ্য লুকানোর অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নরুলাকে শোকজ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিদেশ নাগরিক বিভাগ। নিজের ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড এবং প্যান কার্ড পাওয়ার জন্য রুজিরা ওই তথ্য দিয়েছিলেন বলে জানিয়েছে তারা।

মিথ্যে তথ্য! অভিষেক স্ত্রী নামে শোকজ স্বরাষ্ট্রমন্ত্রকেরসংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, শোকজ নোটিশ অনুযায়ী রুচিরা ওসিআই এবং প্যানকার্ডের জন্য দেওয়া বিবৃতিতে তিনি যে তাইল্যান্ডের বাসিন্দা, সেই তথ্য চেপে গিয়েছিলেন। ১৫ দিনের মধ্য জবাব না দিলে তাঁর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন বা পিআই ও কার্ড (নং. পি২৩৪৯৭৯) বাতিল হয়ে যাবে। কার্ডে নিফন নকুলাকে রুজিরার বাবা হিসেবে উল্লেখ করা আছে। কার্ডটি ২০১০ সালের ৮ জানুয়ারি ব্যাঙ্ককের ভারতীয় দূতাবাস থেকে দেওয়া হয়েছিল। পরে পিআইও কার্ডজের আবেদনের সময় রুজিরা তাঁর বিয়ের সার্টিফিকেট দিয়ে জানিয়েছিলেন, তাঁর বাবার নাম গুরশরণ সিং আহুজা।

গুরশরণ দিল্লির রজৌরি গার্ডেনের বাসিন্দা বলে জানানো হয়েছে। প্যান কার্ডের আবেদনেও তিনি যে তাইল্যান্ডের নাগরিক, সে কথা চেপে যাওয়া হয়েছিল। তাই তাঁকে ভারতীয় নাগরিক হিসেবেই প্যান কার্ড দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানাচ্ছে, তথ্যের বৈষম্যের জন্য রুজিরার ওসিআই বাতিল করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 15 =