কলকাতা: মঙ্গলার বিজেপির তরফে ভিডিও বার্তা জারি করে দাবি জানানো হয়েছিল মমতা ঘনিষ্ঠ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় বিজেপিকে সমর্থন করছেন৷ ভিডিও ছড়িয়ে পড়েই রাজনৈতিক মহলে সোরগোল পরে যায়৷ ওই ঘটনার ২৪ ঘণ্টার ব্যবধানে সাংবাদিক বৈঠক ডেকে বিজেপির মুখোশ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী৷ জানান, তিনি প্রতারিত হয়েছে৷
বলেন, ‘‘সারা রাত ঘুম আসেনি৷ মানুষের উপর ভরসা করাই এখন ছেড়ে দেব৷ আমি বিশ্বাস হারিয়ে ফেলেছি৷ ওঁরা (শঙ্কুদেব পান্ডা) তো আমাকে বলেনি যে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ বিজেপির সংগঠন৷ আমি চশমা পরা ছিলাম না৷ আর জানতামও না, ওই কাগজে সই করা মানে বিজেপির খাতায় নাম লেখানো৷ দুঃস্থ শিল্পী ও টেকনিশিয়ানদের সাহায্য করবে বলায় ভরসা করেছিলাম৷ আমি জনসাধারণের কল্যাণমূলক অনেক কাজ করে থাকি৷ এভাবে চললে তো কারও উপর আর ভরসা করা যাবে না৷ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করেছেন৷ ওঁরা পাশে থাকলে ভবিষ্যতে আরও উন্নতি হবে টলিউডের৷’’
মঙ্গলবার অভিনেত্রীর একটি ভিডিও বার্তা থেকে জানা যায়, টালিগঞ্জে সদ্য জন্ম নেওয়া বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার সংগঠন বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের পাশে থাকতে চলেছেন তিনি৷ একদা তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়ানো এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তারকার এমন শিবির বদলের আভাস পেয়ে রাজনীতি সোরগোল পরে যায়৷ এবার সেই বিজেপি প্রভাবিত সংগঠনকেই কাঠগড়ায় তুলে প্রতারণার অভিযোগ তুললেন অভিনেত্রী৷