ব্যর্থ হতেই মুকুল রায়ের ডানা ছাঁটল গেরুয়া শিবির

কলকাতা: দলে বেনোজল আটকাতে এবার মুকুল রায়ের ডানা ছাঁটল সংঘ৷ মুকুল রায়ের হাত ধরে প্রতিদিন তৃণমূল ও বামেদের থেকে ঝাঁকেঝাঁকে নেতা, নেত্রীরা এসে বিজেপিতে যোগদান করছিলেন৷ দলের রাজ্য নেতৃত্বকে এড়িয়ে মুকুল রায় তৃণমূল থেকে আসা নেতাদের দিল্লিতে নিয়ে গিয়ে যোগদান করাচ্ছেন বলে অভিযোগ৷ পরে আবার তাঁরা ফিরছেন পুরানো দলে৷ আর তার জেরেই ক্ষুব্ধ সংঘ পরিবার৷

ব্যর্থ হতেই মুকুল রায়ের ডানা ছাঁটল গেরুয়া শিবির

কলকাতা: দলে বেনোজল আটকাতে এবার মুকুল রায়ের ডানা ছাঁটল সংঘ৷ মুকুল রায়ের হাত ধরে প্রতিদিন তৃণমূল ও বামেদের থেকে ঝাঁকেঝাঁকে নেতা, নেত্রীরা এসে বিজেপিতে যোগদান করছিলেন৷ দলের রাজ্য নেতৃত্বকে এড়িয়ে মুকুল রায় তৃণমূল থেকে আসা নেতাদের দিল্লিতে নিয়ে গিয়ে যোগদান করাচ্ছেন বলে অভিযোগ৷ পরে আবার তাঁরা ফিরছেন পুরানো দলে৷ আর তার জেরেই ক্ষুব্ধ সংঘ পরিবার৷ এই ধরনের প্রবণতা কমাতেই মুকুল রায়ের ডানা ছাঁটার সিদ্ধান্ত গেরুয়া শিবিরের৷

লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম বিজেপিতে যোগদানের পরেই বেনোজল আটকাতে মরিয়া হয়ে ওঠে সংঘ পরিবার৷ সংঘের প্রবল আপত্তি রয়েছে বন্দরের কংগ্রেস নেতা রাকেশ সিংয়ের যোগদানে৷ এমনকি তৃণমূলের প্রাক্তন ছাত্রনেতা শঙ্কুদেব পাণ্ডা বিজেপিতে যোগদান নিয়েও কেশব ভবনের তীব্র আপত্তি রয়েছে৷ সংঘের কর্তারা মনে করছেন, মুকুলের ডানা ছাটা না হলে আগামী দিনে বিজেপি আদর্শ চ্যুত হবে৷ এর পরেই মুকুলের হাত ধরে বেনোজল আটকাতে সংঘ পরিবার রাজ্য বিজেপিকে পরামর্শ দেন৷ সংঘের পরামর্শ মেনে তারপরেই রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক জানিয়েদেন, ‘‘আর দিল্লিতে গিয়ে যোগদান হবে না৷’’

দলে আসতে হলে আগে রাজ্য কমিটির কাছে আবেদন করতে হবে৷ রাজ্য নেতা হলে রাজ্য কমিটিতে আবেদন৷ আর জেলার নেতা হলে জেলা কমিটিতে আবেদন করতে হবে বলে ফরমান জারি করেন সুব্রত চট্টোপাধ্যায়৷ তারপর রাজ্য নেতৃত্বর নির্দেশ মেনেই এবার থেকে দলে আসতে পারবেন নব্যরা৷ বিজেপিতে সংগঠন সম্পাদকের পদ সংঘের৷ কেশব ভবনের প্রতিনিধি হিসেবে রাজ্য বিজেপির এই পদে আসীন হয়েছেন সুব্রত চট্টোপাধ্যায়৷ তাই তার এই নতুন নির্দেশে এবার রাজ্য বিজেপিতে মুকুলের হাত ধরে প্রস্থান অনেকটাই কঠিন হবে বলে মনে করছেন বিজেপির একাংশ৷

তাছাড়া বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজেও সংঘের ঘনিষ্ঠ৷ দলের ৪ সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, দেবশ্রী চৌধুরী, প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও রাজু বন্দ্যোপাধ্যায় সংঘের ঘনিষ্ঠ৷ রাজ্য কমিটিতে এবার থেকে মুকুলের হাত ধরে আসতে গেলে সংঘের প্রবল বাঁধায় পরতে হবে৷ তার কারণ দলের রাজ্য কমিটিতে এখনও সেভাবে মুকুল রায়ের কোন অনুগামী নেই৷ সেই কারণে রাকেশ সিং, শঙ্কুদেব পাণ্ডা ও মনিরুল ইসলামের মতো বিতর্কিত নেতাদের বিনা বাধায় বিজেপিতে আসার দিন প্রায় শেষ হতে চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *