দাঁতন: ফের বেলাগাম রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ এনআরসির জিগির তুলে ধর্মীয় মেরুকরণের ইঙ্গিত দিয়ে ‘শুধুমাত্র বহিরাগত মুসলিমদে’র তাড়ানো হবে বলে বিস্ফোরক মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ৷ ‘‘নাগরিকত্ব বিলের সংশোধনী আনার পর শুধু বহিরাগত মুসলিমদেরই তাড়ানো হবে৷ স্থানীয়দের নয়৷’’ বুধবার এমন মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে দাঁড়িয়ে কারো ‘বিকৃত ব্যাখ্যা’র ভয় না পাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি৷
এদিন দাঁতনে গান্ধী সংকল্প যাত্রায় এনআরসি ইস্যু নিয়ে ‘বিকৃত ব্যাখ্যা’ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি৷ এনআরসি বিষয়ে তাঁর আশ্বাস, ‘‘এনআরসির ফলে স্থানীয় মুসলিমদের কোনও অসুবিধা হবে না৷ যে মুসলমানরা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, মায়ানমার থেকে যে রোহিঙ্গারা এদেশে ঢুকেছে, তাদের তাড়ানো হবে৷ বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষ ধর্ম চর্চা করতে পারতেন না৷ স্বাধীনভাবে থাকতে পারতেন না৷ বাঁচার জন্য পালিয়ে আসা সেই শরণার্থীদের থাকতে দেওয়ার জন্য নাগরিকত্ব বিলের মাধ্যমে তা নিশ্চিত করা হবে৷ নাগরিক সংশোধনী বিল নিয়ে এসে এদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে৷ এদের কাউকে তাড়ানো হবে না৷ কিন্তু বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গা আমরা থাকতে দেব না৷ বিদেশি নাগরিক যারা এখানে এসে বোমা-বন্দুকের রাজত্ব করছে, আমাদের অধিকারে ভাগ বসাচ্ছে, তাদের তাড়ানো হবে৷ ফলে অন্যরা উল্টোপাল্টা ব্যাখ্যা দিলেও ভয় পাবেন না৷’’