কাশ্মীর ইস্যুতে ফের বিস্ফোরক মমতা, টুইটে দিলেন বার্তা

কলকাতা: বিশ্ব মানবিকতা দিবসে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কাশ্মীরি মেয়েদের পাশে দাঁড়ানোর পর এবার কাশ্মীর ইস্যুতে তৃতীয় বারের জন্য টুইট করলেন মমতা৷ সোমবার নিজের টুইটার পেজে মুখ্যমন্ত্রী লেখেন, কাশ্মীরের মাবাধিকারের জন্য তিনি প্রার্থনা করছেন৷ কাশ্মীরে শান্তি ফেরানোর বিষয়েও সওয়াল করেন মমতা৷ মানবাধিকার রক্ষা হৃদয়ের কাছের বিষয় বলেও মন্তব্য করেন তিনি৷ পুরানো স্মৃতি উস্কে জানান, গত

কাশ্মীর ইস্যুতে ফের বিস্ফোরক মমতা, টুইটে দিলেন বার্তা

কলকাতা: বিশ্ব মানবিকতা দিবসে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কাশ্মীরি মেয়েদের পাশে দাঁড়ানোর পর এবার কাশ্মীর ইস্যুতে তৃতীয় বারের জন্য টুইট করলেন মমতা৷

সোমবার নিজের টুইটার পেজে মুখ্যমন্ত্রী লেখেন, কাশ্মীরের মাবাধিকারের জন্য তিনি প্রার্থনা করছেন৷ কাশ্মীরে শান্তি ফেরানোর বিষয়েও সওয়াল করেন মমতা৷ মানবাধিকার রক্ষা হৃদয়ের কাছের বিষয় বলেও মন্তব্য করেন তিনি৷ পুরানো স্মৃতি উস্কে জানান, গত ১৯৯৫ সালেও তিনিও সরব হয়েছিলেন৷ কাশ্মীরে মানবাধিকার রক্ষার দাবিও জানিয়েছিলেন তিনি৷ পুলিশ লকআপে বন্দি মৃত্যুর প্রতিবাদও তিনি জানিয়েছিলেন বলেও মনে করিয়ে দেন মমতা৷ সেবার ২১ দিন রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন বলেও জানান মুখ্যমন্ত্রী৷

সম্প্রতি, কাশ্মীরি মেয়েদ নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরেক মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়৷ এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইটে আগেই মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আমরা যারা গুরুত্বপূর্ণ চেয়ারে আছি, তাঁদের এই ধরনের মন্তব্য অত্যন্ত অসংবেদনশীলতার পরিচায়ক৷ এমন মন্তব্য অসংবেদনশীল৷ এর থেকে বিরত থাকার উচিত৷

জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলের বিরোধিতায় কেন্দ্রকে কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যা ঘটেছে সব দেখেছি৷ কারও সঙ্গে কথা না বলে কেন্দ্র এই সিদ্ধান্ত নিচ্ছে৷ জম্মু ও কাশ্মীর প্রতিটি মানুষ আমাদের ভাই-বোন৷ জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার কেন্দ্রের পদ্ধতি নিয়ে আমার আপত্তি আছে৷ আমরা এই বিলকে সমর্থন করি না৷ গণতান্ত্রিক পদ্ধতি মানা হয়নি৷ কেন্দ্র সংবিধান লঙ্ঘন করেছে৷ সরকার সিদ্ধান্ত দেশের পক্ষে বিপদজনক৷ ভোটব্যাংক বাঁচাতে রাজনীতি করছে বিজেপি৷ জম্মু ও কাশ্মীরের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে কেন্দ্র৷ এই বিল পেশ করার আগে সর্বদল বৈঠক করে আলোচনা করতে পারত কেন্দ্র৷ কিন্তু, যেভাবে বিলটি পাস করিয়ে নেওয়া হল, তাতে আমাদের আপত্তি আছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *