কলকাতা: রাজীব কুমার মামলায় ফের বিস্ফোরক দাবি সিবিআইয়ের৷ আদালতে রাজীব কুমারের গ্রেপ্তারি প্রসঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য সিবিআইয়ের আইনজীবীর৷ দোষী না হলে কেন তিনি বারবার হারিয়ে যাচ্ছেন? প্রশ্ন সিবিআইয়ের৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে করা হয়েছে বিস্ফোরক মন্তব্য৷
আদালতে রাজ্যের অস্বস্তি বাড়িয়ে রাজিব কুমারের বিরুদ্ধে ইতিমধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে সিবিআই৷ তদন্তে বাধা দেওয়ার মত চাঞ্চল্যকর অভিযোগও তোলা হয়েছে রাজ্য প্রাশাসনের বিরুদ্ধে৷ গোটা তদন্ত প্রক্রিয়ায় পুলিশ বাধা দিচ্ছে বলেও তোলা হয়েছে অভিযোগ৷ রাজ্যের নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করলে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ তোলা হয়েছে সিবিআইয়ের তরফে৷ রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তিনি বারংবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন বলেও অভিযোগ সিবিআইয়ের৷ চিঠি পাঠিয়ে এক মাসের জন্য সময় চেয়ে নিচ্ছেন৷ এই নিয়েও প্রশ্ন তোলেন সিবিআইয়ের আইনজীবী৷ রাজ্যের আইন-শৃঙ্খলার দোহাই দিয়ে বারবার হাজিরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন রাজীব কুমার৷ তাঁকে ডাকা হলেও তিনি পদে পদে তদন্তে বাধা দিচ্ছেন বলেও চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে৷
চিটফান্ড মামলায় আজ সোমবার পর্যন্ত গ্রেপ্তারির রক্ষাকবচ রয়েছে রাজীব কুমারের৷ গত শুক্রবার পর্যন্ত রাজিব কুমারের গ্রেপ্তারি রক্ষাকবচের মেয়াদ বাড়ানো নিয়ে কলকাতা হাইকোর্ট রাজীব মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারপতি মধুমতী মিত্র সাফ জানিয়ে দিয়েছেন, দীর্ঘদিন ধরেই মামলা চলছে৷ এই সবের একটা শেষ হওয়া প্রয়োজন৷ কলকাতা হাইকোর্টের বিচারপতির কড়া অবস্থান ঘিরে বঙ্গ রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে জল্পনা৷ আদালতের কড়া অবস্থানের পর পর্যবেক্ষক মহলের একাংশ মনে করছেন, এক দিনের রক্ষাকবচের মেয়াদ শেষে কী হবে রাজীব কুমারের? তাহলে কি গ্রেপ্তারির খাঁড়া ঝুলছে?
ইতিমধ্যেই সিবিআইয়ের তরফেও রাজীব কুমারকে ডেকে পাঠিয়েছে সিবিআই৷ তবে, সিআইডি আধিকারিক মারফত তিনি যেতে পারবেন না বলে সিবিআইকে জানিয়ে দিয়েছেন৷ চিঠি পাঠিয়ে বাড়তি সময় চেয়ে পাঠিয়েছেন রাজীব কুমার! কিন্তু সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও সাফ জানিয়ে দিয়েছে, রাজীব কুমারকে অবশ্যই হাজিরা দিতে হবে৷ সিবিআই সূত্রে খবর, রাজীব কুমারকে বারবার ডেকে পাঠানো হলেও তিনি খুব বেশি তদন্তে সহযোগিতা করছেন না৷ বেশ কিছু প্রশ্ন এড়িয়ে গিয়েছেন৷ একদিকে আদালতে কড়া অবস্থান, অন্যদিকে সিবিআই তৎপরতায় চূড়ান্ত বিপাকে রাজীব কুমার৷
গত ১৬ আগস্ট রাজিবকে ডেকে পাঠায় সিবিআই৷ যাবেন বলেও জানালেও সিবিআইয়ের কড়া অবস্থানের পর তড়িঘড়ি সিবিআই দপ্তরে হাজিরা দেন তিনি৷ তাঁকে প্রায় তিন ঘণ্টা জেরা করা হয়৷ গত ৩ ফেব্রুয়ারি রাজিব কুমারের বাড়িতে হানা দেয় সিবিআই৷ ওই ঘটনায় সিবিআই পুলিশ টানাপোড়েন গোটা দেশজুড়ে বিতর্ক ছড়িয়ে পড়ে৷ মাঠে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বসেন ধর্নায়৷ এই নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়৷ এবার রাজীব কুমারের রক্ষাকবচের উপর কলকাতা হাইকোর্টের কড়া অবস্থান ঘিরে তৈরি হয়েছে জল্পনা৷