এক্সিট পোলে রাজ্য থেকে দেশ জুড়ে গেরুয়া ঝড়! চিন্তায় তৃণমূল

নিজস্ব প্রতিনিধি:  রাজ্য থেকে দেশ, শুধুই গেরুয়া সুনামি। পশ্চিমবঙ্গেও ধাক্কা খেতে পারে তৃণমূল। এমনই ইঙ্গিত দিল বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা। যা দেখে উল্লসিত বিজেপি। গোটা…

Exit polls BJPs victory Exit polls indicate a significant lead for BJP in West Bengal, with a potential sweep of the state.

নিজস্ব প্রতিনিধি:  রাজ্য থেকে দেশ, শুধুই গেরুয়া সুনামি। পশ্চিমবঙ্গেও ধাক্কা খেতে পারে তৃণমূল। এমনই ইঙ্গিত দিল বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা। যা দেখে উল্লসিত বিজেপি।

গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গেও গেরুয়া দাপট থাকবে বলে অধিকাংশ সমীক্ষা জানিয়েছে। এই রাজ্যে তৃণমূলকে পিছনে ফেলে দেবে বিজেপি, এমনই ইঙ্গিত দিয়েছে অধিকাংশ সমীক্ষক সংস্থা। আর বাম-কংগ্রেস জোট পশ্চিমবঙ্গে সর্বাধিক ১-৩টি আসনে জিততে পারে বলে সমীক্ষক সংস্থাগুলি জানিয়েছে।

শনিবার লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরই যে সমস্ত সমীক্ষক সংস্থা এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা সামনে এনেছে তাতে দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ দেশে কম বেশি ৩৫০ আসনে জিতে ফের ক্ষমতায় আসতে চলেছে। কেউ কেউ আবার এনডিএকে চারশোর কাছাকাছি আসন দিয়েছে।

শনিবার সপ্তম তথা শেষ দফার নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরই রাজনীতি সচেতন মানুষের বিশেষ নজর ছিল বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের দিকে। সেখানে বিজেপি তথা এনডিএ শিবিরের জয়জয়কার। প্রত্যেকটি সমীক্ষা জানিয়েছে কেন্দ্রে হ্যাটট্রিক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু মনে রাখতে হবে এক্সিট পোল কোনও ভাবেই কিন্তু ভোটের ফলাফল নয়। প্রকৃত ভোটের ফলাফল প্রকাশ হবে ৪ জুন। যদিও রাজনৈতিক মহল মনে করে এক্সিট পোল থেকে ভোটের প্রকৃত ফলাফল কী হতে পারে তার একটা আভাস পাওয়া যায়। সেই কারণে রাজনৈতিক মহলের যথেষ্ট আগ্রহ থাকে এক্সিট পোল নিয়ে। যে বুথ ফেরত সমীক্ষা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে কেরল এবং তামিলনাড়ুতেও এবার পদ্ম ফুটতে চলেছে।

অন্ধ্রপ্রদেশেও এনডিএ ঝড় চলবে বলে দাবি করা হয়েছে অধিকাংশ সমীক্ষায়। আর আগের মতোই মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, হরিয়ানা-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বিজেপি ঝড় চলবে বলে প্রত্যেকটি সমীক্ষা ইঙ্গিত দিয়েছে। তবে মহারাষ্ট্র, বিহারে বিজেপির সামান্য আসন কমতে পারে বলে সমীক্ষায় দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে যে ফলের ইঙ্গিত দিয়েছে অধিকাংশ সমীক্ষক সংস্থা, তা নিয়ে যথেষ্ট খুশি রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে প্রকৃত ফলাফল কী হয় এখন সেদিকেই চোখ থাকবে সবার।

পশ্চিমবঙ্গে…

১) সি ভোটার

বিজেপি ২৩-২৭
তৃণমূল ১৩-১৭
বাম-কংগ্রেস ১-৩

২) রিপাবলিক মার্ক

বিজেপি ২২
তৃণমূল ২০

৩) জন কি বাত‌

বিজেপি ২১-২৬
তৃণমূল ১৬-১৮
বাম কংগ্রেস ১-৩

৪)
টিভি ৯

বিজেপি ১৭
তৃণমূল ২৪
কংগ্রেস ১

৫)
রিপাবলিক ম্যাট্রিজ

বিজেপি ২১-২৫
তৃণমূল ১৬-২০
বাম-কংগ্রেস ০-১

৬)
চাণক্য

বিজেপি ২৪
তৃণমূল ১৭
কংগ্রেস ১

(তবে চাণক্য জানিয়েছে এই সংখ্যা থেকে তৃণমূল ও বিজেপির পাঁচ আসন কম বেশি হতে পারে)

 

দেশের মধ্যে…

১) রিপাবলিক মার্ক

এনডিএ ৩৫৯
ইন্ডিয়া ১৫৪
অন্যান্য ৩০

২) ম্যাট্রিজ

এনডিএ ৩৫৩-৩৬৮
ইন্ডিয়া ১১৮-১৩৩
অন্যান্য ৪৩-৪৮

৩) জন কি বাত‌

এনডিএ ৩৬২-৩৯২
ইন্ডিয়া ১৪১-১৬১
অন্যান্য ১০-২০

৪) সি ভোটার

এনডিএ ৩৫৩-৩৮৩
ইন্ডিয়া ১৫২-১৮২
অন্যান্য ৪-১২

 

Politics: Exit polls indicate a significant lead for BJP in West Bengal, with a potential sweep of the state. Read more about the election predictions and analysis.