Exit polls India: সত্যিই কী মিলবে সমীক্ষা? কেন উঠছে প্রশ্ন?

নিজস্ব প্রতিনিধি:  বুথ ফেরত সমীক্ষায় জয়জয়কার বিজেপি তথা এনডিএ-র। কেউ আবার এনডিএ ৪০০ আসন পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। কিন্তু এই সমীক্ষাগুলির কতটা বাস্তব ভিত্তি…

West Bengal election Exit polls India spark debate over accuracy, BJP leads in polls, but questions arise over methodology and reliability election analysis.

নিজস্ব প্রতিনিধি:  বুথ ফেরত সমীক্ষায় জয়জয়কার বিজেপি তথা এনডিএ-র। কেউ আবার এনডিএ ৪০০ আসন পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। কিন্তু এই সমীক্ষাগুলির কতটা বাস্তব ভিত্তি আছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে৷ শেষ দফায় পশ্চিমবঙ্গে ৯-টি কেন্দ্রে ভোট হয়েছে। সন্ধ্যা ছ’টার পরেও বুথে বুথে চলেছে ভোটগ্রহণ। কিন্তু সন্ধ্যা সাড়ে ছ’টার পর থেকেই দেখিয়ে দেওয়া হল বাংলায় কে কটা আসন পেত পারে!

এত তাড়াতাড়ি কীভাবে হিসেব করা সম্ভব?

শেষ দফায় পশ্চিমবঙ্গ-সহ দেশে ৫৭টি কেন্দ্রে ভোট হয়েছে। সেই আসনগুলিতে কে বা কারা জিততে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, অত তাড়াতাড়ি, তা কী আদৌ সম্ভব?

এর কতটা বাস্তব ভিত্তি আছে তা নিয়ে প্রশ্ন উঠছে। সুনির্দিষ্ট ভাবে কোন দল কোন আসনে জিততে পারে, তা কিন্তু বলা হয়নি। রাজ্যভিত্তিক আসন সংখ্যা বলে দেওয়া হয়েছে।

সমীক্ষায় প্রকাশ

সেক্ষেত্রে হয়ত সমীক্ষায় প্রকাশ করা সংখ্যার সঙ্গে ফলাফল মিলে যেতে পারে। কিন্তু সেটি কী বিজ্ঞানসম্মতভাবে করা হল৷?

অধিকাংশ সমীক্ষক সংস্থা পশ্চিমবঙ্গে কংগ্রেসকে অন্তত একটি আসন দিয়েছে। যদি বহরমপুরে কংগ্রেস জেতে তাহলে বলা হবে সমীক্ষা মিলে গেল। আবার যদি বহরমপুরে কংগ্রেস হেরে মালদা দক্ষিণে জেতে, তাহলেও বলা হবে সমীক্ষা মিলে গেল। কারণ সেক্ষেত্রে তো কংগ্রেস একটি আসনই পাচ্ছে। কিন্তু বিষয়টি কী বিজ্ঞানসম্মত হল?

এই চর্চা করছেন রাজনীতির কারবারিদের একাংশ।

গেরুয়া ঝড়ের ইঙ্গিত

নির্বাচনের আগে যে সমস্ত ওপিনিয়ন পোল হয়েছে সেখানে গেরুয়া ঝড়ের ইঙ্গিত দেওয়া হয়েছিল। একই ধারা বজায় রয়েছে বুথ ফেরত সমীক্ষাতেও।

নজর থাকবে ৪ জুন

এই পরিস্থিতিতে সবারই নজর থাকবে ৪ জুন নির্বাচনের ফলাফল প্রকাশের দিকে। যদি সমীক্ষা অনেকটাই মিলে যায়, তাহলে সাধারণ মানুষের ভরসা থাকবে এই ধরনের সমীক্ষায়। নাহলে আগামী দিনে কিন্তু বুথ ফেরত সমীক্ষা নিয়ে মানুষের ভরসা কমে যেতে বাধ্য। তাই ভোটের প্রকৃত ফলাফল কী হয় এখন সেটাই দেখার।

Politics: Exit polls India.Iindiate BJP’s lead, but doubts surround the accuracy of polls. sparking debate over methodology and reliability. Read more about the election predictions and analysis.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *