ভাইপোকে বাদ রেখে তৃণমূলের লাগাম ধরলেন মমতা, মিলবে সুফল?

কলকাতা: লোকসভা ভোটের ফল প্রকাশের পর এক সপ্তাহের ব্যবধানে দলের কোর কমিটির বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে দলের লাগাম শক্ত হাতে বাঁধার চেষ্টা করেন তিনি৷ আগামী ৭ জুন থেকে কর্মী সম্মেলন শুরু করার নির্দেশও দিয়েছেন মমতা৷ প্রত্যেক জেলার নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক নির্দেশ তৃণমূল নেত্রীর৷ সমস্ত বৈঠকই হবে তৃণমূল ভবনে৷ নেত্রী

fb9a80186406e20529041d95380c17e3

ভাইপোকে বাদ রেখে তৃণমূলের লাগাম ধরলেন মমতা, মিলবে সুফল?

কলকাতা: লোকসভা ভোটের ফল প্রকাশের পর এক সপ্তাহের ব্যবধানে দলের কোর কমিটির বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে দলের লাগাম শক্ত হাতে বাঁধার চেষ্টা করেন তিনি৷ আগামী ৭ জুন থেকে কর্মী সম্মেলন শুরু করার নির্দেশও দিয়েছেন মমতা৷

প্রত্যেক জেলার নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক নির্দেশ তৃণমূল নেত্রীর৷ সমস্ত বৈঠকই হবে তৃণমূল ভবনে৷ নেত্রী নিজেই সেই বৈঠকে থেকে দলের খবর নেবেন৷ এছাড়া এবার, নিয়মিত কাউকে না কাউকে তৃণমূল ভবনে বসতে হবে বলেও নির্দেশ দিয়েছেন নেত্রী৷ লোকসভা ভোটের প্রেক্ষিতে কালীঘাটে কোর কমিটির বৈঠকে সাংগঠনিক রদবদল করেন তিনি৷ পরিস্থিতি পর্যালোচনা করে বেশ কিছু নেতার দায়িত্ব পুনর্বিন্যাস করেন৷ তবে কোনও কমিটিতেই রাখা হয়নি অভিষেককে৷

এবার এক নজরে দেখেনিন, তৃণমূলে সাংগঠনিক রদবদল৷ তৃণমূল সূত্রে খবর, এবার মালদহের দায়িত্ব থেকে শুভেন্দু অধিকারীকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ মালদহের অবর্জারভার হচ্ছেন সাধন পান্ডে ও গোলাম রব্বানি৷ নদিয়া জেলার দায়িত্ব পাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ আগে এই জেলা দেখতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁদের দু’জনে এবার অব্যহতি দেওয়া হয়েছে৷ উত্তর থেকে দক্ষিণ সব জেলার নজরদারিতে শুভেন্দু অধিকারীকে রাখা হয়েছে৷ সংখ্যালঘু সেলের দায়িত্বে দেওয়া হয়েছে সিদ্দিকুল্লা চৌধুরীকে৷ বঙ্গ জননী গঠনের দায়িত্বে পেয়েছেন কাকলি ঘোষদস্তিদারকে৷ জয় হিন্দ বাহিনীর প্রেসিডেন্ট পদ দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে৷ চেয়ারম্যান পদ পেয়েছেন ব্রাত্য বসু৷ ভাইস চেয়ারম্যান হয়েছেন ইন্দ্রনীল সেন৷ কোনও কমিটিতে রাখা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *