প্রতিদিন, আমার চরিত্র হনন করছে ওঁরা: মমতা

কলকাতা: দমদমের নির্বাচনী প্রচার মঞ্চ থেকে জাতীয় সংবাদমাধ্যমকে কাঠগড়ায় তুলে কড়া ভাষায় সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জাতীয় সংবাদমাধ্যমের একাংশ তাঁকে নিয়ে বিভ্রান্ত মূলক প্রচার করছে বলেও এদিন অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী৷ তাঁর চরিত্র হনন করে ধর্মীয় বিভেদ তৈরি করা চেষ্টা করছে বলেও জানান তৃণমূল সুপ্রিমো৷ নির্বাচনী সভামঞ্চ থেকে মমতার মন্তব্য, ‘‘আমার নামে প্রতিদিন, আমার

প্রতিদিন, আমার চরিত্র হনন করছে ওঁরা: মমতা

কলকাতা: দমদমের নির্বাচনী প্রচার মঞ্চ থেকে জাতীয় সংবাদমাধ্যমকে কাঠগড়ায় তুলে কড়া ভাষায় সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জাতীয় সংবাদমাধ্যমের একাংশ তাঁকে নিয়ে বিভ্রান্ত মূলক প্রচার করছে বলেও এদিন অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী৷ তাঁর চরিত্র হনন করে ধর্মীয় বিভেদ তৈরি করা চেষ্টা করছে বলেও জানান তৃণমূল সুপ্রিমো৷

নির্বাচনী সভামঞ্চ থেকে মমতার মন্তব্য, ‘‘আমার নামে প্রতিদিন, আমার চরিত্র হনন করে, কতগুলি ন্যাশনাল চ্যানেলকে দিয়ে ঘোট করে, বলা হচ্ছে আমি নাকি, হিন্দুকে দেখি না৷ আমি না কি শুধু মুসলিমদের দেখি৷ আমি কী করে বোঝাই, আমি নিজেই হিন্দু৷ আমি হিন্দু-মুসলমান করি না৷ আমি মানুষ, সবাইকে ভালোবাসি৷’’

প্রতিদিন, আমার চরিত্র হনন করছে ওঁরা: মমতাধর্মের নামে ভাগাভাগি বোঝাতে গিয়ে সুজিত বসুকে মঞ্চে দাঁড় করিয়ে বলেন, ‘‘এর হাত আছে, পা আছে, মাথা আছে… যদি এর অর্ধেকটা বাদ দিয়ে দিয়, তাহলে ও পূর্ণাঙ্গ মানুষ থাকবে? ধর্মটাও তাই৷ কিছুই বাদ যায় না৷’’ বলেন, ‘‘আচ্ছা, আপনার যদি দু’টি সন্তান থাকে, তাহলে আপনি কি একজনকে ভাল করে দেখবেন, না কি দু’জনকে সমান চোখে দেখবেন৷’’ ধর্মীয় বিভাজনের রাজনীতির প্রসঙ্গ তুলে এদিন স্বামী বিবেকানন্দেরও প্রসঙ্গ তোলেন৷ দেশের জাতীয় ঐক্যেরও প্রসঙ্গে তুলে বিভাজনের রাজনীতির জবাব দেন মমতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =