হরিপাল: আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী শক্তিমোহন মালিকের সমর্থনে নালিকুল বটতলায় এক জনসভায় অংশগ্রহণ করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশে বামেদের শক্তি বাড়লে দেশটা বাম দিকে যাবে। আর ডানপন্থীদের শক্তি বাড়লে দেশটা ডানদিকে যাবে। দিদির আসন টলমল করছে। আমরা শূন্য পেলেও বামপন্থী থাকব। আপনার পাঁচটা আসন কমে গেলে পুরো দলটাই বিজেপি হয়ে যাবে। ভাষণ দিতে দিতে উনি মাঝে মাঝে পিছনে ঘুরে দেখেন দলের সবাই আছে না বিজেপিতে চলে গেছে। কাগজে টিভিতে দেখে মনে হয় দিদি আছেন আর মোদি আছেন, বাকি আর কোনও বিরোধী নেই। এরা ভুলকে ঠিক বলছে,আর ঠিককে ভুল বলছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তিনি আরও বলেন, পাঁচ বছরে চিটফান্ড কেলেঙ্কারিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেন না। নোটবন্দির সময় এক বছরে ১ কোটি মানুষ কাজ হারিয়েছিল। মুখ্যমন্ত্রী বলেছেন ১ কোটি বেকারের চাকরি দিয়েছেন। পশ্চিমবঙ্গে কোনও বেকার নেই। সব বেকার পশ্চিমবঙ্গের বাইরে। সূর্যকান্ত বলেন, বাম আমলে প্রতিবছর এসএসসি হত। প্যানেলে থেকেও চাকরি পাচ্ছে না। আমরা বামপন্থীরা চাই প্রতি পেটে ভাত, প্রতি হাতে কাজ।