নয়াদিল্লি : আনুষ্টানিকভাবে ৬ এপ্রিল কংগ্রেস যোগ দিচ্ছেন শত্রুঘ্ন সিনহা। বৃহস্পতিবার তিনি দেখা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সঙ্গে। বিহারের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা শক্তি সিং গোহিল এদিন জানিয়েছেন, শত্রুঘ্ন সিনহা কংগ্রেস আসছেন, তিনি হবেন দলের তারকা প্রচারক। প্রায় তিনদশক বিজেপিতে রয়েছেন শত্রুঘ্ন। মঙ্গলবারই পাটনাসাহিব কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিসেবে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। দুইবার পাটনা সাহিব থেকে পদ্মফুল প্রতীকে দিলেও এবার তাঁকে বাদ দিয়ে প্রার্থী করা রবিশঙ্কর প্রসাদকে। দীর্ঘদিন ধরে বিজেপি ও নরেন্দ্র মোদি-অমিত শাহর প্রবল বিরোধী শত্রুঘ্ন। জানা গিয়েছে, তাঁকে নিয়ে কংগ্রেস ও আজেডির মধ্যে টানাটানি চলছে। আরজেডি চায়, তিনি তাদের প্রতীকে পাটনাসাহিবে লড়ুন।
৬ এপ্রিল কংগ্রেসে শত্রুঘ্ন
নয়াদিল্লি : আনুষ্টানিকভাবে ৬ এপ্রিল কংগ্রেস যোগ দিচ্ছেন শত্রুঘ্ন সিনহা। বৃহস্পতিবার তিনি দেখা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সঙ্গে। বিহারের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা শক্তি সিং গোহিল এদিন জানিয়েছেন, শত্রুঘ্ন সিনহা কংগ্রেস আসছেন, তিনি হবেন দলের তারকা প্রচারক। প্রায় তিনদশক বিজেপিতে রয়েছেন শত্রুঘ্ন। মঙ্গলবারই পাটনাসাহিব কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিসেবে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। দুইবার পাটনা