কলকাতা: উস্কানি দেওয়ার অভিযোগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন চন্দ্রিমা ভট্টাচার্য৷ তৃণমূলের দাবি, ২১ জুলাইয়ের সভা বানচাল করতে উস্কানি দিয়ে বিজেপি কর্মীদের খেপিয়ে তুলছেন দিলীপ ঘোষ৷ রবিবার সভায় আসতে তৃণমূল কর্মীদের বাধা দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে৷
শনিবার একটি সভায় তৃণমূলের শহিদ দিবসকে যাত্রাপালা বলেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ৷ সেখানেই তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন, যদি কোনও নেতা কাল কলকাতায় শহিদ দিবসে যোগ দিতে যান, তাঁদের গাড়ি থেকে নামিয়ে কাটমানির টাকা আদায় করতে৷ দিলীপের এই মন্তব্যের পরই উস্কানি দেওয়ার অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন চন্দ্রিমা ভট্টাচার্য৷
থানায় এফআইআর দায়ের পর দিলীপ ঘোষ বলেন, ‘‘দেখি আমার নামে কটা এফআইআর করতে পারে৷ এতদিন ওরা যা করেছে, কাল থেকেই আমরা তা শুরু করব৷ দিলীপ ঘোষ না বললেও কাল গন্ডগোল হবে৷’’