পাঁচ রাজ্যের নির্বাচন: বুথ ফেরত সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

পাঁচ রাজ্যের নির্বাচন: বুথ ফেরত সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার নির্বিঘ্নেই শেষ হল তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন। সেই সঙ্গে শেষ হল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন পর্ব। ফল প্রকাশ হবে ৩ ডিসেম্বর। তবে তার আগে বৃহস্পতিবার সামনে এল এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, মিজোরাম ও তেলেঙ্গানায় নির্বাচন হয়েছে। সেখানে কী ফলাফল হতে পারে তার আভাস দিল একাধিক বুথ ফেরত সমীক্ষা। তবে মনে রাখতে হবে বুথ ফেরত সমীক্ষা ভোটের কোনও ফল নয়।

অতীতে এই ধরনের সমীক্ষা কখনও মিলেছে, আবার বহু সময় মেলেনি। তবে এই ধরনের সমীক্ষা থেকে ভোটের ফলাফল কি হতে পারে তার একটা আভাস পাওয়া যায়। সেই কারণে এই ধরনের সমীক্ষা নিয়ে রাজনৈতিক মহলের বিশেষ আগ্রহ থাকে। সেদিক থেকে এদিন যে সমস্ত সংস্থা সমীক্ষা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে কংগ্রেস-বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।  কংগ্রেসকে সামান্য এগিয়ে রেখেছে কোনও সংস্থা, আবার কেউ বিজেপিকে এগিয়ে রেখেছে। একাধিক সমীক্ষা আবার ত্রিশঙ্কু ফলাফল হওয়ার ইঙ্গিত দিয়েছে। যদিও এদিন কংগ্রেস এবং বিজেপি দাবি করেছে তারাই শেষ হাসি হাসবে।

মধ্যপ্রদেশ (২৩০), ম্যাজিক ফিগার (১১৬)

জন কি বাত: কংগ্রেস ১০২-১২৫, বিজেপি  ১০০-১২৩, অন্যান্য ৫
রিপাবলিক টিভি: কংগ্রেস ৯৭-১০৭, বিজেপি ১১৮-১৩০, অন্যান্য ০-২
পোলসট্র্যাট: কংগ্রেস ১১১-১২১, বিজেপি ১০৬-১১৬, অন্যান্য ০-৬

ছত্তিশগড় (৯০), ম্যাজিক ফিগার ৪৬

এবিপি নিউজ-সি ভোটার: কংগ্রেস  ৪১-৫৩, বিজেপি ৩৬-৪৮
ইন্ডিয়া টিভি-সিএনএক্স: কংগ্রেস ৪৬-৫৬, বিজেপি ৩০-৪০, অন্যান্য ৩-৫
পোলসট্র্যাট: কংগ্রেস ৪০-৫০, বিজেপি ৩৫-৪৫
টুডেজ চাণক্য: কংগ্রেস ৫১-৬৫, বিজেপি ২৫-৪১, অন্যান্য ০-৩

রাজস্থান (২০০), ম্যাজিক ফিগার (১০১) ভোট হয়েছে ১৯৯ আসনে।

টাইমস নাও-ইটিজি: বিজেপি ১০৮-১২৮, কংগ্রেস ৫৬-৭২
পোলসট্র্যাট: বিজেপি ১০০-১১০, কংগ্রেস ৯০-১০০, অন্যান্য ৫-১৫
জন কী বাত: বিজেপি ১০০-১২২, কংগ্রেস ৬২-৮৫, অন্যান্য ১৪-১৫

তেলেঙ্গানা (১১৯), ম্যাজিক ফিগার ৬০

জন কী বাত: কংগ্রেস  ৪৮-৬৪, বিআরএস  ৪০-৫৫, বিজেপি ৭-১৩, মিম ৪-৭
ইন্ডিয়া টিভি-সিএনএক্স: কংগ্রেস ৬৩-৭৯, বিআরএস  ৩১-৪৭
পোলসট্র্যাট: কংগ্রেস ৪৯-৫৯, বিআরএস  ৪৮-৫৮, বিজেপি ৫-১০, মিম ৬-৮

মিজোরাম (৪০), ম্যাজিক ফিগার ২১

ইন্ডিয়া টিভি-সিএনএক্স: এমএনএফ ১৪-১৮, জেডপিএম ১২-১৬,
কংগ্রেস‌ ৮-১০, বিজেপি ০-২
জন কী বাত: এমএনএফ ১০-১৪, জেডপিএম ১৫-২৫, কংগ্রেস ৫-৯
বিজেপি ০-২টি আসন পেতে পারে৷
 

এই পরিস্থিতিতে সবারই চোখ থাকবে ৩ ডিসেম্বর ভোটের ফল প্রকাশের দিকে।

রাজস্থান ও ছত্তিশগড়ে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। তেলেঙ্গানায় বিআরএস ও মধ্যপ্রদেশে ক্ষমতায় রয়েছে বিজেপি। অন্যদিকে মিজোরামে ক্ষমতায় রয়েছে এনডিএ শরিক মিজো ন্যাশনাল ফ্রন্ট। তাই রাজ্যগুলিতে এবার কি ফলাফল হতে পারে তার আভাস দিল এদিনের বুথ ফেরত সমীক্ষা। তবে আসল ফল প্রকাশ হবে রবিবার ৩ ডিসেম্বর। তাই সে দিকেই তাকিয়ে সবাই।‌

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *