কেন্দ্র কাঁথি: পূর্ব মেদিনীপুরের এই লোকসভা কেন্দ্র এখন তৃণমূলের দখলে। তবে তৃণমূল গঠিত হওয়ার বছরখানেকের মধ্যেই এই কেন্দ্র প্রথম বার তৃণমূলের পক্ষে রায় দিয়েছিল। ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে কাঁথি থেকে জয়ী হয়ে চমকে দিয়েছিলেন নীতীশ সেনগুপ্ত।
২০০৪ সালে অবশ্য নীতীশ সেনগুপ্ত আর জিততে পারেননি। সিপিএম প্রার্থী প্রশান্ত প্রধান কাঁথিতে জয়ী হন সে বার। ২০০৯ সালে তৃণমূলের হয়ে কাঁথি পুনরুদ্ধার করেন প্রবীণ নেতা তথা কাঁথি শহরের দীর্ঘ দিনের দাপুটে নেতা শিশির অধিকারী। ২০১৪ সালে দ্বিতীয় বারের জন্য কাঁথির সাংসদ নির্বাচিত হন শিশির। এবার কাঁথিতে এগিয়ে তৃণমূল প্রার্থী শিশির অধিকারী।