কেন্দ্র জলপাইগুড়ি: আদিবাসী, নেপালি এবং বাঙালি জনসংখ্যার সংমিশ্রণ রয়েছে উত্তরবঙ্গের এই কেন্দ্রেও। চা বাগান এবং তার পরিস্থিতি বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে জলপাইগুড়ির রাজনীতিতে। উত্তরবঙ্গের অন্য বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রের মতো এই জলপাইগুড়িতেও ১৯৭৭ সাল থেকে আর কখনও জিততে পারেনি কংগ্রেস।
তবে জলপাইগুড়ি জেলার প্রাণকেন্দ্র যে এলাকা, সেই জলপাইগুড়ি শহর তথা বিধানসভা কেন্দ্রে বরাবরই দাপট বজায় রেখেছে কংগ্রেস। প্রাক্তন আমলা সুখবিলাস বর্মা এখনও জলপাইগুড়ির কংগ্রেস বিধায়ক। তবে শহরের বাইরে কংগ্রেসের প্রভাব আর সে ভাবে নেই। আপাতত তৃণমূলই সবচেয়ে প্রভাবশালী দল এই লোকসভা কেন্দ্রে। তৃণমূলের বিজয়চন্দ্র বর্মণ জলপাইগুড়ির বিদায়ী সাংসদ। এবার জলপাইগুড়ি আসনে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয়চন্দ্র বর্মণ৷