#ElectionResults2019: দার্জিলিং কেন্দ্রে এগিয়ে কে?

কেন্দ্র দার্জিলিং: বাংলার অন্যান্য লোকসভা কেন্দ্রের থেকে অনেকটাই আলাদা দার্জিলিং লোকসভা কেন্দ্রের চরিত্র। পাহাড়ে অবস্থিত দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং বিধানসভা কেন্দ্র রয়েছে এই লোকসভা আসনের অধীনে। দার্জিলিং জেলার সমতলের শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসিদেওয়া আসন এবং উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভা আসন রয়েছে দার্জিলিং লোকসভার মধ্যে। দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভবিষ্যৎ অবশ্য বেশির ভাগ ক্ষেত্রেই নির্ধারিত হয় পাহাড়ের

#ElectionResults2019: দার্জিলিং কেন্দ্রে এগিয়ে কে?

কেন্দ্র দার্জিলিং: বাংলার অন্যান্য লোকসভা কেন্দ্রের থেকে অনেকটাই আলাদা দার্জিলিং লোকসভা কেন্দ্রের চরিত্র। পাহাড়ে অবস্থিত দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং বিধানসভা কেন্দ্র রয়েছে এই লোকসভা আসনের অধীনে। দার্জিলিং জেলার সমতলের শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসিদেওয়া আসন এবং উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভা আসন রয়েছে দার্জিলিং লোকসভার মধ্যে।

দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভবিষ্যৎ অবশ্য বেশির ভাগ ক্ষেত্রেই নির্ধারিত হয় পাহাড়ের রাজনীতির প্রেক্ষিতে। গোর্খা প্রধান দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙে যে গোর্খা দল যে সময়ে শক্তিশালী থাকে, তার সমর্থন পাওয়া বা না পাওয়ার উপরেই অধিকাংশ ক্ষেত্রে নির্ভর করে প্রার্থীদের জেতা-হারার হিসেব। ২০০৪ সালে কংগ্রেসের প্রার্থী দাওয়া নরবুলা পেয়েছিলেন পাহাড়ের তৎকালীন ক্ষমতাসীন দল জিএনএলএফ-এর সমর্থন। নরবুলাই জিতেছিলেন। ২০০৯ সালে গোর্খাদের সমর্থন পাওয়ার সুবাদে দার্জিলিঙে জেতেন বিজেপির জসবন্ত সিংহ। গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন নিয়ে ২০১৪ সালে ফের জেতে বিজেপি— সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। তিনি এখন ভারত সরকারের মন্ত্রীও। এই কেন্দ্রে এবার এগিয়ে বিজেপি প্রার্থী রাজু সিং বিস্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =