#ElectionResults2019: বারাসত কেন্দ্রে এগিয়ে কে?

কেন্দ্র বারাসত: উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতের নামেই এই লোকসভা কেন্দ্রের নামকরণ। বারসত বিধানসভা কেন্দ্রটিও এই লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ছে। ২০০৯ সালের আগে পর্যন্ত বারাসত কেন্দ্রের বড় অংশই গ্রামীণ এলাকায় ছিল। কিন্তু পুনর্বিন্যাসের পরে বারাসত সংসদীয় ক্ষেত্রের মধ্যে শহুরে এলাকা বেড়ে গিয়েছে এবং এই কেন্দ্র কলকাতার একেবারে লাগোয়া হয়ে উঠেছে। বিধাননগর, রাজারহাট-নিউটাউন, মধ্যমগ্রাম, বারাসতের

22663b9e46b0c19bc95b5d820aff70da

#ElectionResults2019: বারাসত কেন্দ্রে এগিয়ে কে?

কেন্দ্র বারাসত: উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতের নামেই এই লোকসভা কেন্দ্রের নামকরণ। বারসত বিধানসভা কেন্দ্রটিও এই লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ছে। ২০০৯ সালের আগে পর্যন্ত বারাসত কেন্দ্রের বড় অংশই গ্রামীণ এলাকায় ছিল। কিন্তু পুনর্বিন্যাসের পরে বারাসত সংসদীয় ক্ষেত্রের মধ্যে শহুরে এলাকা বেড়ে গিয়েছে এবং এই কেন্দ্র কলকাতার একেবারে লাগোয়া হয়ে উঠেছে। বিধাননগর, রাজারহাট-নিউটাউন, মধ্যমগ্রাম, বারাসতের মতো শহর ও শহরতলি বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

এ ছাড়া রয়েছে হাবড়া এবং অশোকনগরের মতো এলাকা, যেখানে পঞ্চায়েত ও পুরসভা- দুই-ই রয়েছে। একমাত্র দেগঙ্গা বিধানসভা কেন্দ্রটিই হল বারাসতের মধ্যে থাকা সম্পূর্ণ গ্রামীণ কেন্দ্র। বারাসত লোকসভা কেন্দ্রে একচ্ছত্র আধিপত্য কোনও দলই একটানা দেখাতে পারেনি। তবে বাম জমানার অধিকাংশ সময়টা জুড়েই ফরওয়ার্ড ব্লকের হাতে ছিল বারাসত লোকসভা কেন্দ্র। জনপ্রিয় ফরওয়ার্ড ব্লক নেতা চিত্ত বসু পাঁচ বার বারাসত থেকে জিতে সংসদে গিয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পরে হওয়া প্রথম লোকসভা নির্বাচনেই বারাসত তৃণমূলের দখলে এসেছিল। ১৯৯৮ এবং ১৯৯৯- পর পর দু’বার বারসত থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের রণজিৎ পাঁজা। ২০০৪ সালে ফরওয়ার্ড ব্লকের সুব্রত বসুর কাছে তিনি সামান্য ব্যবধানে হেরে যান। কিন্তু ২০০৯ সালে তৃণমূলের কাকলি ঘোষদস্তিদার ফের বারাসত থেকে জয়ী। ২০১৪-তেও জয়ী হন কাকলিই। এবার বারাসত কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডাঃ কাকলি ঘোষদস্তিদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *