#ElectionResults2019: বনগাঁ কেন্দ্রে এগিয়ে কে?

কেন্দ্র বনগাঁ: এই লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে ২০০৯ সালের আগে আসন পুনর্বিন্যাসে। যে ৭টি বিধানসভা কেন্দ্র নিয়ে বনগাঁ লোকসভা গঠিত, সেগুলির মধ্যে ৫টি উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত, বাকি ২টি নদিয়া জেলায়। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বনগাঁ থেকে জিতেছিলেন তৃণমূলের গোবিন্দ নস্কর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ২০১৪ সালে তাঁকে আর টিকিট দেয়নি তৃণমূল। বনগাঁয় টিকিট পান

#ElectionResults2019: বনগাঁ কেন্দ্রে এগিয়ে কে?

কেন্দ্র বনগাঁ: এই লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে ২০০৯ সালের আগে আসন পুনর্বিন্যাসে। যে ৭টি বিধানসভা কেন্দ্র নিয়ে বনগাঁ লোকসভা গঠিত, সেগুলির মধ্যে ৫টি উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত, বাকি ২টি নদিয়া জেলায়। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বনগাঁ থেকে জিতেছিলেন তৃণমূলের গোবিন্দ নস্কর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ২০১৪ সালে তাঁকে আর টিকিট দেয়নি তৃণমূল। বনগাঁয় টিকিট পান সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের তৎকালীন সঙ্ঘাধিপতি কপিলকৃষ্ণ ঠাকুর।

তিনিই জয়ী হন বনগাঁ থেকে। কিন্তু সে বছরের অক্টোবরেই কপিলকৃষ্ণ প্রয়াত হন। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে হওয়া উপনির্বাচনে বনগাঁ থেকে জেতেন তৃণমূল প্রার্থী তথা প্রয়াত কপিলকৃষ্ণের স্ত্রী মমতাবালা ঠাকুর। মতুয়া সম্প্রদায়ের ভোট বনগাঁ লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় নির্ণায়ক শক্তি। সেই ভোট এত দিন তৃণমূলের দিকেই ছিল। কিন্তু মতুয়া মন জয়ে এ বার নজর দিয়েছে বিজেপি-ও। মতুয়া গুরু হরিচাঁদ ঠাকুরের পরিবারেরই আর এক অত্যন্ত প্রভাবশালী সদস্য শান্তনু ঠাকুরকে বিজেপি নিজেদের দিকে টানতে পেরেছে। শান্তনুর আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বনগাঁ লোকসভার অন্তর্গত ঠাকুরনগরে গিয়ে জনসভা করেছেন। সে সমাবেশে জমায়েত যে চেহারা নিয়েছিল, তাতে লোকসভা ভোটের আগে বনগাঁ নিয়ে খুব স্বস্তিতে থাকতে পারছে না তৃণমূল। এবার এই কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর৷ এখনও পর্যন্ত ৪ হাজার ভোটে এগিয়ে শান্তনু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =