#ElectionResults2019: হাওড়া কেন্দ্রে এগিয়ে কে?

কেন্দ্র হাওড়া: এই লোকসভা কেন্দ্রের ভোটযুদ্ধ বরাবরই জমজমাট হয়। হাওড়া লোকসভা কেন্দ্রের ফলাফলের বিষয়ে খুব নিশ্চিত ভাবে কোনও আভাস অধিকাংশ ক্ষেত্রেই দেওয়া সম্ভব হয় না। উত্তর হাওড়া, মধ্য হাওড়া, দক্ষিণ হাওড়া, শিবপুর, বালি-সহ গোটা হাওড়া শহরাঞ্চলটাই এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত। অবাঙালি ভোটারের সংখ্যা এই লোকসভা কেন্দ্রে উল্লেখযোগ্য। হাওড়া শিল্পাঞ্চলের ওঠা-পড়ার সঙ্গে এই লোকসভা কেন্দ্রের ভাগ্য

8abf34200e3f1eff70e5a562cd14a878

#ElectionResults2019: হাওড়া কেন্দ্রে এগিয়ে কে?

কেন্দ্র হাওড়া: এই লোকসভা কেন্দ্রের ভোটযুদ্ধ বরাবরই জমজমাট হয়। হাওড়া লোকসভা কেন্দ্রের ফলাফলের বিষয়ে খুব নিশ্চিত ভাবে কোনও আভাস অধিকাংশ ক্ষেত্রেই দেওয়া সম্ভব হয় না। উত্তর হাওড়া, মধ্য হাওড়া, দক্ষিণ হাওড়া, শিবপুর, বালি-সহ গোটা হাওড়া শহরাঞ্চলটাই এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

অবাঙালি ভোটারের সংখ্যা এই লোকসভা কেন্দ্রে উল্লেখযোগ্য। হাওড়া শিল্পাঞ্চলের ওঠা-পড়ার সঙ্গে এই লোকসভা কেন্দ্রের ভাগ্য জড়িয়ে থেকেছে দীর্ঘ দিন। প্রখ্যাত বাম নেতা সমর মুখোপাধ্যায় তিন বার সিপিএমের টিকিটে জয়ী হয়েছিলেন এই হাওড়া থেকে। ১৯৮৪ সালে কংগ্রেস টিকিটে হাওড়া থেকে জয়ী হন প্রিয়রঞ্জন দাশমুন্সি। ১৯৯৬ সালে প্রিয়রঞ্জন দাশমুন্সি আরও এক বার জিতেছিলেন হাওড়া থেকে। ১৯৯৮ সালে ফের চমক। সদ্যগঠিত তৃণমূলের প্রার্থী বিক্রম সরকার সে বার জিতে যান হাওড়ায়।

১৯৯৯-তেই অবশ্য হাওড়া পুনরুদ্ধার করে সিপিএম, জয়ী হন স্বদেশরঞ্জন চক্রবর্তী। ২০০৪ সালেও তিনিই জেতেন। কিন্তু ২০০৯ সালে ফের তৃণমূল হাওড়ার দখল নেয়, জয়ী হন অম্বিকা বন্দ্যোপাধ্যায়। মেয়াদ ফুরনোর আগেই তিনি প্রয়াত হন। ২০১৩ সালের উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জেতেন প্রাক্তন জাতীয় ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সালে ফের তিনি জয়ী হন। এবার ষষ্ঠ দফার গণনার পর হাওড়ায় এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *