#ElectionResults2019: বাঁকুড়া কেন্দ্রে এগিয়ে কে?

কেন্দ্র বাঁকুড়া: রাজ্যের পশ্চিমাঞ্চলের অন্য লোকসভা কেন্দ্রগুলির মতো বাঁকুড়াও দীর্ঘ দিন ধরে বামেদের শক্ত ঘাঁটি ছিল। এই লোকসভা কেন্দ্রে বর্তমানে যে ৭টি বিধানসভা আসন রয়েছে, তার মধ্যে ৬টি বাঁকুড়ায়, ১টি পুরুলিয়ায়। সিপিএমের দীর্ঘ দিনের সামনের সারির পার্লামেন্টারিয়ান বাসুদেব আচারিয়া এই বাঁকুড়া কেন্দ্রের সাংসদ ছিলেন। ১৯৮০ সালে প্রথম বার বাঁকুড়া থেকে জেতেন তিনি। সেই থেকে ২০১৪

#ElectionResults2019: বাঁকুড়া কেন্দ্রে এগিয়ে কে?

কেন্দ্র বাঁকুড়া: রাজ্যের পশ্চিমাঞ্চলের অন্য লোকসভা কেন্দ্রগুলির মতো বাঁকুড়াও দীর্ঘ দিন ধরে বামেদের শক্ত ঘাঁটি ছিল। এই লোকসভা কেন্দ্রে বর্তমানে যে ৭টি বিধানসভা আসন রয়েছে, তার মধ্যে ৬টি বাঁকুড়ায়, ১টি পুরুলিয়ায়। সিপিএমের দীর্ঘ দিনের সামনের সারির পার্লামেন্টারিয়ান বাসুদেব আচারিয়া এই বাঁকুড়া কেন্দ্রের সাংসদ ছিলেন।

১৯৮০ সালে প্রথম বার বাঁকুড়া থেকে জেতেন তিনি। সেই থেকে ২০১৪ সাল পর্যন্ত বাঁকুড়া তাঁর দখলেই ছিল। ২০০৯ সালে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের প্রেক্ষিতে রাজ্য জুড়ে যখন বাম বিরোধী ঝড়, তখনও বাঁকুড়ায় হারানো যায়নি বাসুদেব আচারিয়াকে। সুব্রত মুখোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রতিপক্ষকেও বাঁকুড়ায় ধরাশায়ী করেছিলেন তিনি। কিন্তু ২০১৪ সালে তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী মুনমুন সেন (শ্রীমতী দেববর্মা)-র কাছে পরাজিত হন এই ৯ বারের সাংসদ। এবার বাঁকুড়ায় পিছিয়ে সুব্রত মুখোপাধ্যায়৷ এগিয়ে বিজেপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 12 =