#ElectionResults2019: আসানসোল কেন্দ্রে এগিয়ে কে?

কেন্দ্র আসানসোল: পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রটিতে আবাঙালি ভোটাররা নির্ণায়ক শক্তি। আসানসোল শিল্পাঞ্চল এই কেন্দ্রের অন্তর্গত। আসানসোল, রানিগঞ্জ জুড়ে ছড়িয়ে থাকা কয়লা খনি অঞ্চলও মূলত আসানসোল কেন্দ্রেরই অধীন। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ২০১৪ সালে আসানসোল থেকে বাবুল সুপ্রিয়র জয় চমকে দিয়েছিল গোটা রাজ্যকে। পশ্চিমবঙ্গের ইতিহাসে আসানসোলই প্রথম লোকসভা কেন্দ্র, যেখানে

7964ce754fbf5f69027a408fbd5a84cf

#ElectionResults2019: আসানসোল কেন্দ্রে এগিয়ে কে?

কেন্দ্র আসানসোল: পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রটিতে আবাঙালি ভোটাররা নির্ণায়ক শক্তি। আসানসোল শিল্পাঞ্চল এই কেন্দ্রের অন্তর্গত। আসানসোল, রানিগঞ্জ জুড়ে ছড়িয়ে থাকা কয়লা খনি অঞ্চলও মূলত আসানসোল কেন্দ্রেরই অধীন। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ২০১৪ সালে আসানসোল থেকে বাবুল সুপ্রিয়র জয় চমকে দিয়েছিল গোটা রাজ্যকে।

পশ্চিমবঙ্গের ইতিহাসে আসানসোলই প্রথম লোকসভা কেন্দ্র, যেখানে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন রাজ্য বা স্থানীয় স্তরের কোনও বড় দলের সমর্থন ছাড়াই। তবে তার আগে পর্যন্ত আসানসোল বেশ কয়েক দশক ধরে সিপিএমের শক্ত ঘাঁটি ছিল। ১৯৭১ সালে প্রথম বার সিপিএমের রবীন সেন এখানে জেতেন। পরে হারাধন রায়, বিকাশ চৌধুরী, বংশগোপাল চৌধুরীরা সিপিএমের টিকিটে আসানসোল থেকে লোকসভায় গিয়েছিলেন। মাঝে ১৯৮০ এবং ১৯৮৪ সালে আসানসোলে জয়ী হয়েছিলেন কংগ্রেসের আনন্দগোপাল মুখোপাধ্যায়। এই কেন্দ্রে বেশ পিছিয়ে মুনমুন সেন৷ সাড়ে ৮ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *