কেন্দ্র বহরমপুর: পশ্চিমবঙ্গে আরএসপি-র সবচেয়ে শক্ত ঘাঁটি ছিল যে সব এলাকা, তার মধ্যে বহরমপুর লোকসভা অন্যতম। ১৯৫২ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রায় একটানা বহরমপুর ছিল আরএসপি-র দখলে। মাঝে শুধুমাত্র ১৯৮৪ সালে ইন্দিরা হত্যার প্রেক্ষিতে হওয়া নির্বাচনে বহরমপুর থেকে জিততে পেরেছিলেন কংগ্রেস প্রার্থী অতীশ সিংহ। কিন্তু ১৯৯৯ সাল থেকে প্রায় সম্পূর্ণ ধসে গিয়েছে আরএসপি-র সেই ঘাঁটি, বহরমপুরে শুরু হয়েছে অধীর-যুগ।
কংগ্রেস প্রার্থী হিসেবে পর পর চার বার বহরমপুর থেকে জয়ী হয়েছেন অধীররঞ্জন চৌধুরী। ইউপিএ-২ সরকারে তিনি মন্ত্রিত্বও করেছেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রায় গোটা দেশে কংগ্রেসকে বিপর্যয়ের মুখ দেখতে হয়েছিল। কিন্তু বহরমপুর থেকে অধীর চৌধুরীর জয়ের ব্যবধান আগের বারের চেয়েও বেড়ে গিয়েছিল। সাড়ে তিন লক্ষেরও বেশি ভোটে তৃণমূলের প্রার্থী ইন্দ্রনীল সেনকে হারিয়েছিলেন তিনি। আরএসপি প্রার্থী তথা প্রাক্তন সাংসদ প্রমথেশ মুখোপাধ্যায় তৃতীয় স্থানে চলে যান বহরমপুরে। এই কেন্দ্রে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী৷