#ElectionResults2019: বারাকপুর কেন্দ্রে এগিয়ে কে?

কেন্দ্র বারাকপুর: উত্তর ২৪ পরগনার এই লোকসভা কেন্দ্রটিও অধিকাংশ বারই বামেদের প্রতি সদয় হয়েছে। একটা সময়ে বারাকপুরের পরিচিতি ছিল ‘তড়িৎ তোপদারের এলাকা’ হিসেবে। সিপিএমের এককালের দোর্দণ্ডপ্রতাপ নেতা তড়িৎবরণ তোপদার ১৯৮৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা ২০ বছর বারাকপুরের সাংসদ ছিলেন। প্রায় গোটা বারাকপুর মহকুমাকেই সে সময়ে তড়িৎ তোপদারের শাসনে চলতে হত- বাম বিরোধীরা অন্তত সে

#ElectionResults2019: বারাকপুর কেন্দ্রে এগিয়ে কে?

কেন্দ্র বারাকপুর: উত্তর ২৪ পরগনার এই লোকসভা কেন্দ্রটিও অধিকাংশ বারই বামেদের প্রতি সদয় হয়েছে। একটা সময়ে বারাকপুরের পরিচিতি ছিল ‘তড়িৎ তোপদারের এলাকা’ হিসেবে। সিপিএমের এককালের দোর্দণ্ডপ্রতাপ নেতা তড়িৎবরণ তোপদার ১৯৮৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা ২০ বছর বারাকপুরের সাংসদ ছিলেন।

প্রায় গোটা বারাকপুর মহকুমাকেই সে সময়ে তড়িৎ তোপদারের শাসনে চলতে হত- বাম বিরোধীরা অন্তত সে রকমই বলে থাকেন। ২০০৯ সালে সেই দোর্দণ্ডপ্রতাপ তড়িৎ তোপদারকে ব্যারাকপুরে হারিয়ে দেন তৃণমূলের দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী পরে রেলমন্ত্রী হন। ২০১৪ সালেও তিনি জেতেন। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে রাজনৈতিক অশান্তিতে উত্তপ্ত হয়ে থাকা আমডাঙা বিধানসভা কেন্দ্র এই ব্যারাকপুরের অন্তর্গত। এবার এই কেন্দ্রে বারাকপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ লিড প্রায় ৩ হাজার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 13 =