#ElectionResults2019: ভোট শতাংশের নিরিখে কে কোথায় দাঁড়িয়ে?

কলকাতা: চলছে ভোট গণনা৷ জনমত সমীক্ষার পূর্বাভাস মিলিয়ে বাংলায় ঝড়ের গতিয়ে এগিয়ে আসছে বিজেপি৷ নিজেদের দুর্গ ধরে রাখতে মরিয়া তৃণমূল৷ বাম-কংগ্রেসের অবস্থা ততটাই খারাপ৷ নির্বাচন কমিশনের সূত্রে পাওয়া খবর বলছে, এই মুহূর্তে তৃণমূব এগিয়ে ২৫ আসনে৷ বিজেপি এগিয়ে ১৬টিতে৷ কংগ্রেস একটিতে৷ বামেরা খাতায় খুলতে পারেনি৷ ২০১৪ নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৩৯.০৫ শতাংশ ভোট। গতবার ১৬ শতাংশ

#ElectionResults2019: ভোট শতাংশের নিরিখে কে কোথায় দাঁড়িয়ে?

কলকাতা: চলছে ভোট গণনা৷ জনমত সমীক্ষার পূর্বাভাস মিলিয়ে বাংলায় ঝড়ের গতিয়ে এগিয়ে আসছে বিজেপি৷ নিজেদের দুর্গ ধরে রাখতে মরিয়া তৃণমূল৷ বাম-কংগ্রেসের অবস্থা ততটাই খারাপ৷ নির্বাচন কমিশনের সূত্রে পাওয়া খবর বলছে, এই মুহূর্তে তৃণমূব এগিয়ে ২৫ আসনে৷ বিজেপি এগিয়ে ১৬টিতে৷ কংগ্রেস একটিতে৷ বামেরা খাতায় খুলতে পারেনি৷

২০১৪ নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৩৯.০৫ শতাংশ ভোট। গতবার ১৬ শতাংশ ভোট পেয়েছিল গেরুয়া শিবির। কংগ্রেস পেয়েছিল ১০ শতাংশ ভোট। এবার ২০১৯-এর ভোটে এখনও পর্যন্ত তৃণমূলের ঘরে এসেছে ৪৪.৭৬ শতাংশ৷ বিজেপি ৩৩.৬২, সিপিআই ০.৩২ শতাংশ, সিপিএম ৪.২৭ শতাংশ৷ কংগ্রেস ১৩.২০ শতাংশ৷ নোটায় ভোট পড়েছে ০.৯৪ শতাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + eighteen =